লিগ শুরুর ছয় মাসের অধিক সময় বাকি থাকলেও এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ক্লাবগুলো। ক্রিকেটারদের সঙ্গে এবার কোচিং প্যানেলেও আসছে একাধিক পরিবর্তন। দীর্ঘদিনের কর্মস্থল গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে এবার গতবারের রানার্সআপ দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে নাম লিখিয়েছেন দেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

আজ (সোমবার) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সালাউদ্দিনকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা আমাদের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে স্বাগত জানাচ্ছি। তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নতুন ইনিংস শুরু করছেন।’

জানা গেছে, প্রাইম ব্যাংকের দায়িত্ব থেকে সদ্য সাবেক হওয়া কোচ মিজানুর রহমান বাবুলের নতুন ঠিকানা হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এদিকে কোচ সালাহউদ্দিন আহমেদ অবশ্য গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে একা নাম লেখাচ্ছেন না প্রাইম ব্যাংকে। গতবার আবাহনী লিমিটেডের কাছে শিরোপা হারানো প্রাইম ব্যাংক এবার বেশ আঁটঘাট বেধেই নেমেছে। দলের নির্ভরযোগ্য একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ও ইয়াসির আলী রাব্বি এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন।

সেই সূত্র জানায়, ‘আমাদের গত মৌসুমের টিমে জাতীয় দলের যে ক্রিকেটাররা ছিলেন; তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান তারা সবাই এবারও থাকছেন। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন মুমিনুল ও রাব্বি।’ সব ঠিক থাকলে আগামী বছরের মার্চে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা।

টিআইএস/এটি/এনইউ