ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের। ক্রিকেটারদের উন্নয়নের জন্য প্রতিবছর বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে থাকে তারা। করোনা মহামারীর ধাক্কা সামলে সারা বিশ্বে পুরোদমে চলছে ক্রিকেট। আইপিএলের স্থগিত অংশও শুরু হয়েছে রোববার। ঘরোয়া ক্রিকেট তেমন দেখা যায়নি। কিছুক্ষণ আগে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এক টুইট বার্তায় জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে বেতন বাড়ছে ক্রিকেটারদের।
 
জয় শাহ ঘোষণা দিয়েছেন, ২০১৯-২০ সালে ঘরোয়া ক্রিকেট খেলা প্রত্যেকে ৫০ শতাংশ বাড়তি ম্যাচ ফি পাবেন। করোনা মহামারীর জন্য ক্ষতিপূরণ হিসেবে এ বাড়তি ফি পাবেন ক্রিকেটাররা।

করোনা মহামারির জন্য ২০২০-২১ মৌসুমের সকল ঘরোয়া  টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। খেলা মাঠে না গড়ানোয় ক্ষতিগ্রস্থ হয়েছিলেন ক্রিকেটাররা। যার ফলে বিসিসিআই ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অবশেষে ভারতীয় বোর্ড তাদের কথা রেখেছে।
 
আজ (সোমবার) ক্রিকেটারদের জন্য সুখবরটি জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন। তিনি তার টুইটে কোন ক্যাটাগরির ক্রিকেটাররা কত বেতন পাবেন তা উল্লেখ করেছেন। সিনিয়র ক্রিকেটার যারা ৪০টি ম্যাচের অধিক ম্যাচ খেলেছেন তাদের প্রতিটি ম্যাচের ফি হবে ৬০হাজার রুপি। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার প্রতি ম্যাচ ফি পাবেন ২৫হাজার রুপি। অনূর্ধ্ব- ১৯ ক্রিকেটার প্রতি ম্যাচ ফি পাবেন ২০ হাজার রুপি। 

এমএফ/এমএইচ/এটি