বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়ে রাখলেন শামীম
গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ২৯, এর পরের ম্যাচে ৩১ রানের ইনিংস খেলে বেশ সাড়া ফেলে দেন শামীম পাটোয়ারী। এর আগ থেকেই অবশ্য আলোচনায় তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এরপর কয়েকটি ম্যাচ সুযোগ পেলেও ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি। তবুও সুযোগ মিলেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। এবার বড় মঞ্চে বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়ে রাখলেন শামীম।
আজ (সোমবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শামীম বললেন, ‘যেহেতু এটা বিশ্বকাপ, ভালো ভালো খেলোয়াড়রা থাকবেন, বিশ্বমানের বোলাররা থাকবেন, আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ।’
বিজ্ঞাপন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৭ অক্টোবর। এজন্য শামীমরা দেশ ছাড়বেন আগামী ৩ অক্টোবর। বিশ্বকাপের সময় ঘনিয়ে এলেও এখনো কোনও পরিকল্পনা আঁটেননি এই তরুণ অলরাউন্ডার। মাত্র ৭ ম্যাচ খেলেই বিশ্বকাপ দলে সুযোগ, সে মোহ যেন কাটিয়ে উঠতে পারছেন না।
লক্ষ্য নিয়ে শামীমের জবাব, ‘যেহেতু বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি সবারই আশা থাকে দেশকে ভালো কিছু দেওয়ার জন্য।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন শামীম, ‘বিশ্বকাপের লক্ষ্য বলতে যেহেতু এবার আমি প্রথমবার সুযোগ পেয়েছি এখনো সেভাবে তেমন কিছু চিন্তা করিনি। আমি টিমের সাথে যেতে পারছি এটাই আমার কাছে বড় কিছু। জুনিয়র হিসেবে দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
টিআইএস