বিশ্বকাপের আগেই পাকিস্তান সফরের প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ
মাস খানেক পরই ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে পাকিস্তানের প্রস্তুতি পরিকল্পনার বড় অংশজুড়ে ছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ। কিন্তু নিরাপত্তা শঙ্কায় কিউইদের পর দেশটিতে সফর বাতিল করেছে ইংলিশরাও।
এরপর বেশ বিপাকেই পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সেখানে সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল, এমন খবর বের হয় গণমাধ্যমে।
বিজ্ঞাপন
বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। মঙ্গলবার বিসিবি পরিচালকদের বৈঠকের পর তিনি জানালেন, পাকিস্তানের কাছ থেকে সফরের প্রস্তাব এসেছিল। কিন্তু জৈব সুরক্ষা বলয়ের ধকল সামলাতে ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি।
পাপন বলেন, ‘টানা জৈব সুরক্ষা বলয়ে ছিল দল, এতগুলো সিরিজ খেলার পর তারা একটু ছুটিতে আছে। এখন আবার সেই বলয়ে ঢুকতে হবে লম্বা সময়। সবাই ২০ দিনের ছুটিতে গিয়েছে। কোচিং স্টাফরাও ছুটিতে। সবাই ওমানে যোগ দিবে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘এখন ওদেরকে এনে অনুশীলন বা তৈরির ব্যবস্থা করতে গেলে যে সময় থাকে বিশ্বকাপের আগে সেখানে কোন সুযোগই নেই। এখন আমাদের যে পরিকল্পনা আছে, ওমানে গিয়ে তিনটা অনুশীলন ম্যাচ খেলবো, ক্যাম্প করবো সেগুলো কিন্তু কোনটাই হবে না। সেজন্য বলেছি জাতীয় দল মানে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যারা আছে তাদের পাঠানো এই মুহূর্তে সম্ভবই না।’
এমএইচ/এনইউ