হেলিকপ্টার মাঠে নামায় খেলা বন্ধ
ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে চলছিল কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচ। গ্লস্টারশায়ারের বিপক্ষে লড়ছিল ডারহাম। ম্যাচটি চলাকালীন মাঠে এসে নামে একটি হেলিকপ্টার। সাবধানতার জন্য তড়িঘড়ি করে মাঠ ছেড়ে ডাগআউটে আশ্রয় নেন মাঠে উপস্থিত দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। এতে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা।
হেলিকপ্টারটি ছিল এয়ার অ্যাম্বুলেন্স। গ্লস্টারশায়ার এক টুইট বার্তায় জানিয়েছে, অনেকটা নিরুপায় হয়ে পাইলট মাঠে হেলিকপ্টারটি অবতরণ করতে বাধ্য হন। এই ঘটনার জন্য গ্রেট ওয়েস্টার্ন এয়ার অ্যাম্বুল্যান্সের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
বিজ্ঞাপন
— Gloucestershire Cricket (@Gloscricket) September 21, 2021
ডারহামের ক্রিকেটার ক্রিস রাশওর্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলিকপ্টার মাঠে নামার একটি ভিডিও শেয়ার করেছেন। সঙ্গে রাশওর্থ লিখেছেন, ‘এবারই প্রথম! হেলিকপ্টারের জন্য খেলা বন্ধ।’
— Chris Rushworth (@ChrisRush22) September 21, 2021
টিআইএস
বিজ্ঞাপন