আগের ম্যাচের ফর্মটাই যেন টেনে নিয়ে এলেন মুস্তাফিজুর রহমান। করলেন দুর্দান্ত বোলিং। তাতে দিল্লি ক্যাপিটালসকে ১৫৪ রানের বেশি করতে দেয়নি রাজস্থান রয়্যালস। ৪ ওভার করে মাত্র ২২ রান দিয়েছেন মুস্তাফিজ, পেয়েছেন ২ উইকেট। এর মধ্যে খাননি একটি বাউন্ডারিও। 

শনিবার আইপিএলের ম্যাচটিতে টস হেরে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন। প্রথম ওভারেই বোলিংয়ে আনেন মুস্তাফিজকে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি বাংলাদেশি তারকা পেসারও। মাত্র ৭ রান দেন ইনিংসের প্রথম ওভারে। 

এরপর আবার ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম তিন বল থেকে দেন ৪ রান। চতুর্থ বলেই তুলে নেন দিল্লির অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান ঋষভ পান্তের উইকেট। মুস্তাফিজের বলে বোল্ড হওয়ার আগে ২৪ বলে ২৪ রান করেন পান্ত। 

ইনিংসের ১৭তম ওভারে তাকে আবার বোলিংয়ে আনেন রাজস্থান অধিনায়ক। মাত্র চার রান দিয়ে এই ওভারে তিনি নেন শিমরণ হেটমায়ারের উইকেট। মুস্তাফিজের বলে চেতেন শাকারিয়ার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৬ বলে ২৮ রান করেন হেটমায়ার। 

এরপর ইনিংসের শেষ ওভারে এসে কোনো বাউন্ডারি খাননি মুস্তাফিজ। দেন ৯ রান। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৫৪ রানে থামে দিল্লির ইনিংস। 

এমএইচ/এটি