ঘুরে দাঁড়ানোর উদাহরণ দরকার? চেন্নাই সুপার কিংসকেই দেখুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে আট দলের মধ্যে সপ্তম হয়েছিল তারা। প্রথমবারের মতো ছিটকে গিয়েছিল প্লে অফের আগে। এবার কি না সেই তারাই সবার আগে নিশ্চিত করেছে আইপিএলের প্লে অফ খেলা। 

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে জিতে ধোনির দল প্লে অফে তো ওঠেছেই, নিশ্চিত করেছে কেইন উইলিয়ামসনদের ছিটকে যাওয়াও। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। শুরুতে ব্যাট করতে নেমে ৭ বলে ২ রান করেই সাজঘরে ফেরত যান ওপেনার জেসন রয়। 

আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা ৪৬ বলে করেন ৪৪ রান। কিন্তু দলটির আর কোনো ব্যাটসম্যানই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ১৮ রান করে আসে আব্দুস সামাদ ও অভিষেক শর্মার ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে হায়দরাবাদ। ৪ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন চেন্নাইয়ের জশ হ্যাজলউড।

হায়দরাবাদকে জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই কাজটা সহজ করে দেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসি। ৪ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৪৫ রান করে ঋতুরাজ আউট হলে ভেঙে যায় এই জুটি। ৩৬ বলে ৪১ রান করে আউট হন ডু প্লেসিসও। তাদের বিদায়ের পরও জিততে সমস্যা হয়নি চেন্নাইয়ের। 

২ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পায় চেন্নাই। হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া জেসন হোল্ডার। ৪ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট পান তিনি।

এমএইচ