টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা তিনি। আর কী? এই সংক্রান্ত যত বিশেষণ, সবই বোধ হয় দেওয়া যায় ক্রিস গেইলকে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এখানে গেইলের দিকে থাকবে বিশেষ নজর। ক্যারিবীয়ান তারকাও যে বিশ্বকাপে ভালো করতে চাইছেন, যেন তারই প্রমাণ মিলল।

বিশ্বকাপের আগে ‘মানসিকভাবে চাঙা’ হতে  আইপিএলের দল পাঞ্জাব কিংস শিবির ছেড়েছেন তিনি। জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেছেন গেইল। তাই নিয়েছেন এমন সিদ্ধান্ত। এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে তার দল পাঞ্জাব।

তারা জানিয়েছে, ‘ক্রিস গেইল আইপিএল ছেড়ে যাচ্ছেন। জৈব সুরক্ষাবলয়ে থাকার কারণে অবসাদে ভুগছেন তিনি। গেইল মানসিকভাবে নিজেকে চাঙা করতে দুবাই থাকবেন। সিপিএলে জৈব সুরক্ষাবলয়ের পর আইপিএলেরও বলয়ে আছেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন।’

আইপিএল ছাড়ার কারণ জানিয়ে গেইল বলেছেন, ‘কয়েক মাস ধরে আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, সিপিএলের পর আইপিএলের বলয়ে আছি। নিজেকে মানসিক দিক দিয়ে চাঙা করতে চাই। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সহায়তা করার দিকে নজর দিতে চাই বলে দুবাইয়ে বিরতিতে যাচ্ছি। ছুটি দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। দলের জন্য  আমার সব সময়ই শুভকামনা থাকবে।’

৪টি দলের হয়ে চলতি বছর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল। পয়েন্ট টেবিলে এখন ছয়ে আছে ১১টি ম্যাচ খেলা তার আইপিএল দল পাঞ্জাব কিংস। আগামী ১৪ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

এমএইচ