ঘরোয়া ক্রিকেটে খেলা অনেক ক্রিকেটারের অভিযোগ নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পান না। এজন্য কাঠগড়ায় তোলেন নির্বাচকদের। এমন অভিযোগ অবশ্য মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক। জানিয়েছেন, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের পারফরম্যান্স মূল্যায়ন করে খেলোয়াড়দের সুযোগ দেন তারা।

দীর্ঘদিন তুষার ইমরানের সঙ্গে খেলেছেন রাজ্জাক। এনসিএলে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করেছেন দুজন। রাজ্জাক খেলা ছেড়ে নির্বাচক হয়েছেন। ৩৭ বছর বয়সী তুষার এখনো খেলে যাচ্ছেন। অভিযোগের ভিত্তিতে সেই তুষার ইমরানকে উদাহরণ হিসেবে টানলেন রাজ্জাক। বোঝাতে চাইলেন, বয়স বিবেচনায় যারা পিছয়ে তাদের অভিযোগ গুরুত্বহীন।

আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমকে রাজ্জাক বলছিলেন, ‘কেউ এটা মনে করে থাকলে ভুল হবে। আমাদের পারফরম্যান্স এনসিএল, বিসিএল, ডিপিএল আর এখন বিপিএলে। এখানে যারা পারফর্ম করে সাধারণত তারাই থাকে। তারপরও সন্দেহ থাকার কথা না। এমন কিছু হতে পারে- কিছু খেলোয়াড় থাকে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটেই শুধু খেলছে। তুষার ইমরানের কথা ধরুন, ভালো খেলছে, কিন্তু এখন কি ওকে নেওয়া সম্ভব? এসব অভিযোগ থাকবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।’ 

সঙ্গে যোগ করেন রাজ্জাক, ‘মূল ব্যাপার হল- যাদের নিয়ে জাতীয় দল চিন্তা করছেন তাদের ঠিক পথে নিতে পারছি কি না। আমরা চাই সব খেলোয়াড় টুর্নামেন্টগুলো খেলুক। বেশি খেললে নিজের কাছেও পরিস্কার থাকবে। জাতীয় দলে কিছু জায়গা থাকে একদম পাকাপোক্ত। ঐ জায়গাতে কাউকে আসতে হলে অসাধারণ পারফরম্যান্স করে আসতে হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি অভিযোগ করে থাকে, হয়ত এরকম ব্যাপার।’

টিআইএস/এটি