মোসাদ্দেক-ইমরুলের ব্যাটে এইচপিকে হারাল ‘এ’ দল
ফাইল ছবি
বাংলাদেশ ‘এ’ ও বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের মধ্যকার চার ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ (সোমবার) হাই পারফরম্যান্স দলকে ৫ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের ফলে ৪ ম্যাচ সিরিজের চারটিতেই জয় পেয়েছে অধিনায়ক মুমিনুল হকের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টসে জিতে এইচপি দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ‘এ’ দল। ব্যাটিংয়ে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারেই প্রথম উইকেট হারিয়ে বসে এইচপি। তানজিদ হাসান তামিমকে ইয়াসির আলীর ক্যাচে পরিণত করেন অফ স্পিনার নাঈম হাসান। তামিম ১২ রান করে আউট হলে মুনিম শাহরিয়ারের সঙ্গে তার ৩১ রানের উদ্বোধনি জুটি ভাঙে। দলীয় ৩৯ রানে মুনিমকে ফেরান সৈয়দ খালেদ আহমেদ।
বিজ্ঞাপন
তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও ইমরানউজ্জামান ২৮ রানের জুটি গড়ে চেষ্টা করেন প্রাথমিক বিপর্যয় সামলানোর। কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত থ্রোতে ইমরান ১৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে আবারও স্বপ্নভঙ্গ হয় এইচপি দলের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা এইচপি দলের ইনিংস গুটিয়ে যায় ৪৯তম ওভারে। অলআউট হওয়ার আগে ১৯২ রান তুলতে সক্ষম হয় তারা।
এইচপি দলের পক্ষে সর্বোচ্চ রান করেন কিছুদিন আগেই যুব বিশ্বকাপ জিতে আসা ইমন। ৩ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৪১ রান আসে তার ব্যাট থেকে। অধিনায়ক তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন করেন যথাক্রমে ২৪ ও ৩৪ রান। ৩টি করে উইকেট নেন ‘এ’ দলের দুই অফ স্পিনার নাঈম ও তাইজুল ইসলাম।
বিজ্ঞাপন
১৯৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানের মাথায় সাজঘরে ফেরত যান ‘এ’ দলের দুই ওপেনার নাজমুল হোসেন (২২) ও সাদমান ইসলাম (৫)। তিন নম্বরে নেমে ইরফান শুক্কুর আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করলেও ১৫ বলে ২১ রান করে হৃদয়ের শিকারে পরিণত হন। এরপর একপ্রান্ত আগলে খেলতে থাকেন জাতীয় দলে বরাবরই উপেক্ষিত ইমরুল কায়েস। ১ রানের আক্ষেপ সঙ্গী করে ৪৯ রানে আউট হন তিনি।
ইমরুল আউট হওয়ার আগে মোসাদ্দেকের সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। এই জুটিই মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় এইচপি ইউনিটকে। ইমরুলের আউটের পর বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দেন মোসাদ্দেক ও ইয়াসির আলী। ফিফটি পূর্ণ করে ৬৪ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। অপর প্রান্তে ইয়াসির আলী অপরাজিত থাকেন ১৯ রানে। এইচপি দলের হয়ে দুটি উইকেট নেন তানজিম সাকিব।
এআইএ/টিআইএস