উইন্ডিজকে ধবলধোলাই, র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠছে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ড ৪৬০ (নিকলস ১৭৪, ওয়াগনার ৬৬; গ্যাব্রিয়েল ৩-৯৩, জোসেফ ৩-১০৯)
উইন্ডিজ ১৩১ (ক্যাম্পবেল ৬৯, সাউদি ৫-৩২; জ্যামিসন ৫-৩৪)
৩১৭ ফ/অ (ক্যাম্পবেল ৬৮, হোল্ডার ৬১; ওয়াগনার ৩-৫৪, বোল্ট ৩-৯৬)
ফলঃ নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী
ম্যাচসেরাঃ হেনরি নিকলস
সিরিজসেরাঃ কাইল জ্যামিসন
ওয়েস্ট ইন্ডিজের হারটা স্পষ্ট হয়ে গিয়েছিলো তৃতীয় দিনেই। চতুর্থ দিনে ছিলো কেবল নিশ্চিত হওয়ার অপেক্ষা। সে অপেক্ষা ঘোচাতে সোমবার সকালে নিউজিল্যান্ড বোলাররা সময় নিলেন মোটে ১৪ ওভার। তাতে ইনিংস ও ১১ রানে হেরে সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশই হয়েছে সফরকারী ক্যারিবিয়রা। এই হোয়াইটওয়াশের ফলে পূর্ণ ১২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশাও বাঁচিয়ে রেখেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
বিজ্ঞাপন
৮৫ রানে পিছিয়ে দিন শুরু করা উইন্ডিজের আশা ছিলেন আগের দিন অর্ধশতক ছোঁয়া জেসন হোল্ডার আর অভিষিক্ত জশুয়া দা সিলভা। হোল্ডারের রক্ষণ ভেঙে স্টাম্প উপড়ে দিয়ে সাউদি দিনের শুরুতেই উইন্ডিজের ইনিংস হার এড়ানোর আশা ফিকে করে দেন।
এরপর দ্রুত রান তুলে নিউজিল্যান্ডকে আবারও ব্যাট করতে পাঠানোর একটা জোর চেষ্টাই চালিয়েছিলেন আলজারি জোসেফ, সঙ্গ দিচ্ছিলেন সিলভা। জোসেফ হ্যামিল্টনেও দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৮৬ রানের দারুণ এক ইনিংস। সেটা ওয়েলিংটনেও ফেরানোর চেষ্টা শেষ হয় ১৮ বলে ২৪ রানে, সাউদির শিকার হন তিনিও।
বিজ্ঞাপন
অপর দিকে জশুয়া সিলভা ছিলেন বেশ ছন্দে। দলের ব্যাটিং অস্বস্তির ছিটেফোঁটাও ছিলো না তার ইনিংসে। রক্ষণের সময়ে দুই পায়েই ছিলেন বেশ স্বচ্ছন্দ, রান করার সুযোগগুলোতেও ছিলেন বেশ সাবধানী। পুরস্কার হিসেবে প্রথম টেস্ট অর্ধশতকটাও পেয়ে যান উইন্ডিজ ব্যাটসম্যান।
৭৭ বলে ৫৭ রান করে তিনিও এলবিডব্লিউর ফাঁদে ওয়াগনারের শিকার হয়ে ফিরলে উইন্ডিজের ইনিংস হার নিশ্চিতই হয়ে পড়ে। ১১তম ব্যাটসম্যান শ্যানন গ্যাব্রিয়েলকে আউট করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন ওয়াগনার। দুই ম্যাচের দুটোই ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ নিশ্চিত হয় উইন্ডিজের।
এদিকে নিজেদের মাটিতে এ সিরিজ জয়ে নিউজিল্যান্ড পেলো পূর্ণ ১২০ পয়েন্ট। ৩০০ পয়েন্ট নিয়ে আপাতত তিনে থাকা দলটি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসবে নতুন হালনাগাদে, সেখানেই থাকবে অন্তত বোর্ডার গাভাস্কার সিরিজ শেষ হওয়ার আগ পর্যন্ত। এ অবস্থান ধরে রাখতে পারলে আগামী জুলাইয়ে লর্ডসে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলবেন কেন উইলিয়ামসনরা।
এনইউ