তাসকিন-মুস্তাফিজরা চেপে ধরেছেন পাকিস্তানকে
বাংলাদেশ সংগ্রহটা দিয়েছে অল্প রানের। কিন্তু পাকিস্তানের ইনিংসের শুরুতেই মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ দেখালেন, লড়াইটা করবেন তারা। দুজনের দুই দুর্দান্ত ডেলিভারিতে সাজঘরে ফেরত গেছেন পাকিস্তানের রান মেশিন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পরে হায়দার আলীকে ফিরিয়েছেন মেহেদী হাসান। এরপর নুরুল হাসান সোহানের বুদ্ধিদীপ্ত রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সবচেয়ে নির্ভরযোগ্য ও অভিজ্ঞ শোয়েব মালিকও!
মিরপুরে চলমান প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১২৮ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। তবে পাওয়ার-প্লেতেই চার ব্যাটসম্যানকে হারিয়ে দারুণ চাপে আছে তারা।
বিজ্ঞাপন
পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারেই মেহেদী হাসানকে বোলিংয়ে আনেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের তৃতীয় ওভারে আসেন মুস্তাফিজুর রহমান। ওই ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেন মুস্তাফিজ।
১১ বলে ১১ রান করেন তিনি। পরে তাসকিনের বলে ইনসাইড-এজ হয়ে ফেরেন ১০ বলে ৮ রান করা অধিনায়ক বাবর আজম। হায়দার আলীও টিকতে পারেননি বেশিক্ষণ। তাকে ফেরান মেহেদী হাসান।
বিজ্ঞাপন
এরপর অভিজ্ঞ শোয়েব মালিক ফিরেছেন শিশুসুলভ এক রানআউটে। তিনি অনেকটা হেয়ালি করে ব্যাট রাখছিলেন ক্রিজে। এটা খেয়াল করে দুর্দান্ত এক থ্রোতে তাকে আউট করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০ রান করেছে পাকিস্তান।
এমএইচ/জেএস