সেঞ্চুরি করা আগারওয়ালের ব্যাটিং বদলে দিয়েছেন গাভাস্কার
উইকেটে রীতিমতো আগুন ঝরাচ্ছিলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। দুই তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে শূন্য রানেই ফিরিয়েছিলেন সাজঘরে। ব্যাটিংয়ে বেশ বড়সড় ধাক্কাই খেয়েছিল ভারত।
সেখান থেকে দলকে উদ্ধার করেছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২২১ বলে ১২০ রান করে অপরাজিত আছেন তিনি। প্রথম দিনের খেলাশেষে আগারওয়াল জানিয়েছেন, কীভাবে তাকে ব্যাটিংয়ে সাহায্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
বিজ্ঞাপন
মুম্বাই টেস্টের প্রথম দিনশেষে আগারওয়াল বলেছেন, ‘সে আমাকে বলেছিল ব্যাটিংয়ের সময় ব্যাটটা যেন একটু নিচু করে ধরি। আমার উঁচু করে ধরার প্রবণতা ছিল। অল্প সময়ের মধ্যে এতে অভ্যস্ত হতে পারিনি। যখন সে আমকে বলল, দেখলাম তার কাঁধটা, সেটা আমিও অনুকরণের চেষ্টা করলাম।’
প্রথম দিনে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন এজাজ প্যাটেল। একাই চার উইকেট নিয়েছেন তিনি। তাকেই কি না মায়াঙ্ক আগারওয়াল হাঁকিয়েছেন চার ছক্কা। প্রথম দিনশেষে আগারওয়াল জানিয়েছেন, নিজের জোনে বল পেলেই এজাজের প্রতি আক্রমণাত্মক হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ভারতীয় ওপেনার বলেন, ‘সে দুর্দান্ত বল করছিল। কিন্তু যখনই কিছু আমাদের মতো পেয়েছি, পরিকল্পনা ছিল একটু আক্রমণাত্মক হওয়ার। লেন্থে বল আসলে, সেটাকে মারতে গিয়েছি। সে একটা সময় আমাদের ধ্বসিয়ে দিতে চেয়েছিল। তাই যখনই সে আমাদের সুবিধা মতো জায়গায় বল দিয়েছে, সেটাকে মেরেছি।’
নিজের ইনিংস নিয়ে মায়াঙ্ক বলেন, ‘এটা এমন কিছু, যা আমি কল্পনাও করিনি। কিন্তু এই ইনিংসটা দৃঢ়তা ও সংকল্পের জন্য খেলতে পেরেছি। পরিকল্পনায় ঠিক থেকেছি, নিয়মানুবর্তী থেকেছি। আমি জানি কিছু সময় আমাকে ভালো দেখাচ্ছিল না, কিন্তু কাজটা হয়ে গেছে।’
এমএইচ