ইয়াসির-হাসানকে নিয়ে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট দল
ছবি : সংগৃহীত
গত বছরের ২২ ফেব্রুয়ারি সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ। এরপর করোনা মহামারিতে থমকে গিয়েছিল সব। বাংলাদেশের ক্রিকেটও হেঁটেছে একই পথে। দীর্ঘ বিরতি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা।
এবার পালা টেস্টে ফেরার। ক্যারিবীয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য মুমিনুল হককে অধিনায়ক করে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
এই দলে সুযোগ পেয়েছেন দুই তরুণ ইয়াসির আলি রাব্বি ও ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া হাসান মাহমুদ। দুজনেই আছেন অভিষেকের অপেক্ষায়। এর আগে টেস্ট স্কোয়াডে থাকলেও এখনো জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি তাদের। তবে বাদ পড়েছেন প্রস্তুতি ম্যাচে ভালো করা নুরুল হাসান সোহান ও সৈয়দ খালেদ আহমেদ।
৫ পেসারের সঙ্গে দলে স্পিনার ৪ জন। সাকিব ছাড়াও আছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। একাদশে ৪ জনই জায়গা পান নাকি ৩ জন, কৌতূহল থাকবে হয়তো সেটি নিয়ে।
বিজ্ঞাপন
বুধবার থেকে চট্টগ্রামে শুরু বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকার মিরপুরে শুরু ১১ ফেব্রুয়ারি।
১৮ সদস্যের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক) সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান, এবাদত হোসেন।
এমএইচ/এটি