চোট কাটিয়ে অনুশীলনে সাকিব
ছবি : সংগৃহীত
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরেই সিরিজ সেরা হন টাইগার অলরাউন্ডার। তবে চোটের কারণে শেষ ম্যাচটি শেষ না করেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর টেস্ট সিরিজে তার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও আবার অনুশীলনে ফিরেছেন সাকিব। আগামী ৩ জানুয়ারি প্রথম টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
চট্টগ্রামে গত ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে আগে ব্যাট করে ২৯৭ রান করে টাইগাররা। ব্যাট হাতে অর্ধশতক হাঁকানো সাকিব খেলেন ৫১ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা যখন বোলিংয়ে নামে, বিপত্তি তৈরি হয় তখন। ম্যাচ নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার সময় কুঁচকিতে টান লাগে সাকিবের। বলটি ছেড়েই ব্যথায় কাতর সাকিব মাটিতে বসে পড়েন।
বিজ্ঞাপন
সেখানে কিছুক্ষণ চিকিৎসা পর বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালফেতো সাকিব নিয়ে মাঠ ছাড়েন। অবস্থার উন্নতি না হওয়ায় সে ম্যাচে আর মাঠে ফেরা হয়নি সাকিবের। এরপর ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে ছিলেন টাইগার অলরাউন্ডার। শুক্রবার সাকিবের চোটের জায়গায় স্ক্যান করানো হয়। ফলাফলে জানা যায়, শক্তা মুক্ত তিনি।
শনিবার যখন এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ খেলছে বিসিবি একাদশ, তখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে অনুশীলনে নামেন সাকিব। স্টেডিয়ামটির ড্রেসিংরুম সংলগ্ন নেটে প্রায় ৪৫ মিনিট ধরে শুধুই স্পিনারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন তিনি। এরপর পেসারদের বিপক্ষে প্রায় ১৫ মিনিটের মতো ব্যাটিং করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বিজ্ঞাপন
সাকিবের অনুশীলনে ফেরার দিন টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নাম আছে টাইগার অলরাউন্ডারের। সব ঠিক থাকলে আগামী ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্টেও সাকিব থাকবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।
টিআইএস/এটি