প্রস্তুতিতে উজ্জ্বল উইন্ডিজ
ছবি : সংগৃহীত
তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনশেষে রান পাহাড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হওয়া ক্যারিবীয়রা বিসিবি একাদশকে আটকে রাখে মাত্র ১৬০ রানে। দ্বিতীয় ইনিংসে এনক্রুমাহ বোনারের ব্যাটে রান পাহাড়ে চেপে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয়রা। বোনারের অপরাজিত ৮০ রানের কল্যাণে ২৭৬ রানে লিড নিয়েছে সফরকারীরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নাস্তানুবাদ হয়েছে সফরকারী উইন্ডিজ। তিন ম্যাচই হেরেছে তারা। তবে টেস্টে তুলনামূলক শক্ত দল নিয়ে এসেছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। এর আগে বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে উইন্ডিজ।
বিজ্ঞাপন
এই ম্যাচের শুরুর দিনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। দ্বিতীয় দিনে বাংলাদেশকে ১৬০ রানে গুঁটিয়ে দেয় উইন্ডিজ, যেখানে বল হাতে একাই ৫ উইকেট নেন অফ স্পিনার রাকিম কর্নওয়াল।
৯৭ রানে এগিয়ে থেকে আবার ব্যাট করতে নামে উইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল অর্ধশতক তুলে নিলেও শূন্য হাতে ফেরেন শেন মোসেলে। পরে জার্মেইন ব্ল্যাকউড (৪), কাইল মায়ার্স (৮) ও কাভেম হজ (১৯) আউট হলেও একপ্রান্ত আগলে রেখে খেলে যান বোনার। অর্ধশতক তুলে নেওয়া এই ব্যাটসম্যান অপরাজিত আছেন ৮০ রান নিয়ে। ১৭৯ রানে ৫ উইকেট হারানো উইন্ডিজ ২৭৬ রানে লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।
বিজ্ঞাপন
বাংলাদেশের হয়ে সাইফ হাসান ২টি ও খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম এবং তৌহিদ হৃদয় ১টি করে উইকেট নেন।
টিআইএস/এমএইচ