অ্যাশেজের প্রথম টেস্টে নয় উইকেটের দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। দারুণ পারফর্ম করে দলকে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। তবে দ্বিতীয় টেস্টের ঠিক আগ মুহূর্তে অস্ট্রেলিয়া পেল দুঃসংবাদ। সেই কামিন্সকেই এই টেস্টে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ফলে এই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।  

ঠিক শেষ মুহূর্তে কেন এমন পরিবর্তন? ক্রিকেট অস্ট্রেলিয়া জানাচ্ছে, বুধবার রাতে একজনের সঙ্গে যোগাযোগ হয়েছিল কামিন্সের, পরে যার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই অস্ট্রেলিয়ান অধিনায়ককে এখন থাকতে হবে সাত দিনের আইসোলেশনে। 

তার ছিটকে যাওয়ার কারণে স্টিভেন স্মিথের কাঁধে বর্তেছে দলের অধিনায়কত্ব। ২০১৮ সালের পর প্রথমবারের মতো দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আর তার ডেপুটি হিসেবে থাকবেন ট্র্যাভিস হেড, যার কি-না অ্যাশেজের আগে দলের জায়গা নিয়েই ছিল সংশয়। আর দলে কামিন্সের ফাঁকা জায়গাটা পূরণ করবেন বোলিং অলরাউন্ডার মাইকেল নেসার, টেস্ট অভিষেক হতে যাচ্ছে তার।

দক্ষিণ অস্ট্রেলিয়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত বুধবার অ্যাডিলেইডের এক রেস্তোরাঁয় কামিন্সের সঙ্গে নিবিড় যোগাযোগ ঘটে এক ব্যক্তির। যিনি পরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন। বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানানোর পরই কামিন্সকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও সবশেষ পিসিআর টেস্টেও অজি অধিনায়ক করোনা নেগেটিভ ফলাফল পেয়েছিলেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্স দলের জৈব সুরক্ষা নীতিমালা ভঙ্গ করেননি কোনোভাবেই। দলটির আশা, আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় বছরের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে পারবেন কামিন্স। 

ডানহাতি এই ফাস্ট বোলার শেষ মুহূর্তে এভাবে ছিটকে যাওয়ায় শীর্ষ দুই পেসারকে ছাড়াই আজ মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। জশ হেইজেলউড আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন এই টেস্ট থেকে। 

কামিন্সের এমন ছিটকে যাওয়ায় কপাল খুলে গেছে অজি অলরাউন্ডার মাইকেল নেসারের। দেশটির ইতিহাসের ৪৬২তম ক্রিকেটার হিসেবে আজ বৃহস্পতিবার টেস্ট অভিষেক হতে যাচ্ছে তার।

এনইউ