বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মিরপুরের বসেছিল তারার মেলা। ব্যাট-বল হাতে মাঠে নেমেছিলেন সাবেক ক্রিকেটাররা। তাতে মাঠের লড়াই যতটা না জমল, তার থেকে বেশি হলো পুনর্মিলনী। প্রায় সবাই এসেছিলেন পরিবার নিয়ে। মাঠের ক্রিকেটে জয় শহিদ মুশতাক একাদশের। আতহার আলির ফিফটি আর খালেদ মাসুদ পাইলটের ঝড়ো ব্যাটিংয়ে শহিদ জুয়েল একাদশকে ৪২ রানে হারিয়েছে অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর দল।

বাংলাদেশ ক্রিকেটের দুই শহিদ ক্রিকেটার জুয়েল আর মুশতাকের নামে নামকরণ করা হয় দুই দলের। প্রায় প্রতি বছর স্বাধীনতা দিবস আর বিজয় দিবসে এমন প্রীতি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কুড়ি ওভারের এই ম্যাচ শুরু হয় সকাল সাড়ে ১১টায়। যেখানে টস হেরে ব্যাট করতে নামে শহিদ মুশতাক একাদশ। দুই ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও আতহার আলী উদ্বোধনী জুটিতে এনে দেন ৫২ রান। ২৪ বলে ২৬ রান করে বিদায় নেন বিদ্যুৎ। এরপর ব্যাট হাতে ফিফটির স্বাদ পান আতাহার। পরে সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৬০ রান করেন ৭টি চার ও ১টি ছক্কার সহায়তায়। 

শেষদিকে ব্যাট হাতে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন খালেদ মাসুদ। ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক নান্নু অবশ্য সুবিধা করতে পারেননি ৩ রান করেন তিনি। মোহাম্মদ রফিকের ব্যাট থেকে আসে ১৫ রান। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫০ তোলে মুশতাক একাদশ। শহীদ জুয়েল একাদশের পক্ষে দুটি উইকেট শিকার করেন মাহমুদুল হাসান রানা।

১৫১ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে মাত্র ১০৮ রানে থামে শহিদ জুয়েল একাদশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলে অপরাজিয় থাকেন হাবিবুল বাশার সুমন। ২৭ রান আসে মুশফিক বাবুর ব্যাট থেকে। ৪২ রানে জয় পাওয়া ম্যাচে মুশতাক একাদশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার তারেক আজিজ।

টিআইএস/এমএইচ