শুরুর কয়েক ওভার দুর্দান্ত বল করলেন ইংল্যান্ডের বোলাররা। ফেরানো গিয়েছিল মার্কাস হ্যারিসকেও। কিন্তু বল যত পুরোনো হলো, ততই যেন কমতে থাকল ধার। মাটি কামড়ে পড়ে থাকলেন ডেভিড ওয়ার্নার, মার্নাশ লাবুশেন, স্টিভেন স্মিথরাও। মাঝে ক্যাচ ফেলে জীবন দিলেন জশ বাটলার। সব মিলিয়েই ইংল্যান্ডের কাটল হতাশার এক দিন।

অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির দিনে ছিল অস্বস্তিও। নাভার্স নাইন্টিজে কাটা পড়েছেন ওয়ার্নার। দুই দফা জীবন পেয়ে সেঞ্চুরির অপেক্ষায় থেকেই দিনশেষ করতে হয়েছে লাবুশেনকে। অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে ২ উইকেট হারিয়ে ২২১ রান করেছে অস্ট্রেলিয়া।

টসের আগেই অবশ্য দুঃসংবাদ আসে অস্ট্রেলিয়া শিবিরে। করোনা আক্রান্ত বন্ধুর সঙ্গে দেখা করায় সতর্কতার অংশ হিসেবে খেলতে পারেননি অধিনায়ক প্যাট কামিন্স। আবারও অধিনায়ক হয়ে টস করেন স্টিভেন স্মিথ। বল টেম্পারিং কাণ্ডের পর এবারই প্রথম অজি অধিনায়ক হিসেবে মাঠে নামেন তিনি।

শুরুটা এমনিতেও ভালো হয়নি স্বাগতিকদের। ম্যাচের সপ্তম ওভারে ক্রিস ব্রডের বলে ২৮ বলে ৩ রান করে আউট হয়ে যান মার্কাস হ্যারিস। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে তাকে সাজঘরে ফেরান জশ বাটলার। পরে অবশ্য তিনি মিস করেছেন সহজ ক্যাচ।

দারুণ এক জুটি গড়ে উঠে ওয়ার্নার ও লাবুশেনের মধ্যে। ১৬৭ বলে ৯৫ রান করে স্টোকসের বলে সাজঘরে ফেরত যান ওয়ার্নার। ভেঙে যায় ১৭২ রানের জুটি। এরপর লাবুশেনকে নিয়ে বাকি সময়টা পাড় করেন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক ৭১ বলে ১৮ ও লাবুশেন ২৭৫ বলে ৯৫ রান করে অপরাজিত আছেন।

এমএইচ