সাইড স্ট্রেইনের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি পেসার মুস্তাফিজুর রহমান। ছিলেন না দুই ম্যাচের টেস্ট স্কোয়াডে। সতীর্থরা নিউজিল্যান্ডগামী বিমানে উঠলেও দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে নেই মুস্তাফিজ। খেলতে পারছেন না চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে রেখে আজ (রোববার) অনুশীলনে ফিরেছেন তিনি।

যদিও পূর্ণ অনুশীলন নয়, রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে আজ রোববার থেকে বোলিং অনুশীলন শুরু করেন মুস্তাফিজ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দুপুর ১২টায় প্রবেশ করে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ৫ ওভার বল করেন কাটার স্পেসালিস্ট খ্যাত এই বাঁহাতি বোলার। হালকা রানআপ নিয়ে গতি কমিয়ে দুই ধাপে বল করেন মুস্তাফিজ।

এদিন ৪৫ মিনিটের অনুশীলনের ফাঁকে প্রায় ১০ মিনিট ধরে মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। অনুশীলন সেরে ফিজিওর সঙ্গে কথা বলেন মুস্তাফিজ। জানা গেছে, আজ পঞ্চাশ শতাংশ দিয়ে বোলিং করেছেন তিনি। আগামীকাল (সোমবার) জিম করবেন, এরপর পরশু (মঙ্গলবার) আবার বোলিংয়ে ফিরবেন। মঙ্গলবার ফিজিও সিদ্ধান্ত নেবেন মুস্তাফিজ ম্যাচ খেলার মতো ফিট কি না।

ঢাকা পোস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক চিকিৎসক বলেন, ‘মুস্তাফিজ আজই অনুশীলন ফিররেন। আজ সে ৫ ওভার বোলিং করেছে। এটি তার রিহ্যাব প্রক্রিয়ার অংশ। আগামীকাল জিম সেশন আছে, পরশু আবার বোলিং করবেন পূর্ণ রানআপ নিয়ে। এরপর আবার তাকে দেখব আমরা। ভালো অনুভব করলে ম্যাচ ফিটনেস পাবে।’

বিপিএলের অষ্টম আসর শুরু হবে আগামী মাসে। এখনো সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে, ২০ জানুয়ারি পর্দা উঠতে পারে বিপিএলের। এই টুর্নামেন্টের জন্য আগেভাগেই অনুশীলন শুরু করে দিয়েছেন মাহমুদউল্লাহ। বিপিএল সামনে রেখে এবার ফেরার মিশন মুস্তাফিজের। তবে এর মধ্যে ফিট হতে পারলে বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলতে পারেন তিনি। বিপিএলের আগে হতে যাওয়া এই টুর্নামেন্টে বিসিবি সাইথ জোনে স্কোয়াডে আছেন মুস্তাফিজ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বল করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন মুস্তাফিজ। ওই ম্যাচেই মিরপুরে নিরাপত্তা বেষ্টনি টপকে দর্শক ঢুকে পড়ে মাঠে। সোজা গিয়ে মুস্তাফিজের পায়ে পড়ে সেই সমর্থক। এর পরেই মাঠ থেকে তুলে নেওয়া হয় মুস্তাফিজকে।

টিআইএস/এটি