চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। চারদিনের ম্যাচে প্রথম দিনে বল হাতে দাপট মধ্যাঞ্চলের বোলারদের। একাই ৫ উইকেট তুলে নিয়েছেন পেসার আবু হায়দার রনি। ব্যাট হাতে ব্যর্থ পূর্বাঞ্চলের মোহাম্মদ আশরাফুল আর আফিফ হোসেন। রানের খাতা খুলতে পারেননি দুজন। শেষ বিকেলে ২৪৫ রান গুটিয়ে যায় পূর্বাঞ্চল।

শাহাদাত হোসেন দিপুর ৪৫ ও নাঈম হাসানের অপরাজিত ৪০ রানের সুবাদে ২৪৫ রানে থামে পূর্বাঞ্চলের ইনিংস। এদিন মাত্র ১ ওভার ব্যাট করে মধ্যাঞ্চল। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে তারা। দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন সমান ২ রান করে অপরাজিত আছেন। পূর্বাঞ্চল থেকে ২৪৩ রান পিছিয়ে আগামীকাল (সোমবার) দ্বিতীয় দিনের খেলা শুরু করবে মধ্যাঞ্চল।

টস জিতে মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত হোম ব্যাটিংয়ে পাঠান পূর্বাঞ্চলকে। এদিন দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। দিনের শুরুতে ডানহাতি পেসার রবিউল হকের আউটসুইং বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন আশরাফুল। শুরুর চাপ সামলে প্রতিরোধ গড়েন ইমরুল কায়েস ও শাহাদাত হোসেন দিপু। তাদের ব্যাটে এগিয়েছিল পূর্বাঞ্চল।

দুজনের জুটি পঞ্চাশ পার করলে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে রবিউল তুলে নেন ইমরুলের উইকেট। তার শর্ট বল উড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন ৩২ রান করা ইমরুল। ভাঙে দ্বিতীয় উইকেটে ৫১ রানের পার্টনারশিপ। পরে সুবিধা করতে পারেননি ইরফান শুক্কুর ও আফিফ হোসেন। শুক্কুর আউট হন ১৪ রান করে, রানের খাতা খুলতে পারেননি আফিফ। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

৪ উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের সংগ্রহ ৯৫ রান। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে দেয়াল হয়ে দাঁড়িয়ে ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তরুণ ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। পরে নাদিফ চৌধুরী ২৬ ও প্রিতম কুমার খেলেন ৩০ রানের ইনিংস। দুজনকেই তুলে নেন জাতীয় দলের পেসার আবু হায়দার রনি। পরে নাঈম হাসানের অপরাজিত ৪০ রানের ইনিংসের কল্যাণে অলআউট হওয়ার পূর্বাঞ্চলের ইনিংস থামে ২৪৫ রানে।

পরে মাত্র ১ ওভার ব্যাট করে মধ্যাঞ্চল। কোনো উইকেট না হারিয়ে স্কোর বর্ডে ৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে তারা। দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন সমান ২ রান করে অপরাজিত আছেন। পূর্বাঞ্চল থেকে ২৪৩ রান পিছিয়ে আগামীকাল (সোমবার) দ্বিতীয় দিনের খেলা শুরু করবে মধ্যাঞ্চল।

টিআইএস/এমএইচ/এটি