মঙ্গলবার খেলা চলাকালে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার আবিদ আলি। এরপর তাকে পাঠানো হয় হাসপাতালে, ধরা পরে তার হৃদযন্ত্রে সমস্যা। সে সমস্যা কাটিয়ে উঠতে তার দুটো অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়৷ গতকাল শনিবার হাসপাতাল থেকেও মুক্তি পেয়ে গেছেন তিনি।

গত মঙ্গলবার হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, আবিদের করোনারি আর্টারিতে ব্লক আছে। তা সারাতেই আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে গত ২২ ডিসেম্বর।

এরপর থেকে তাকে করাচির হাসাপাতালে ইন্টেন্সিভ কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যেমন বলা হয়েছিল, কার্ডিওলজিস্টের পক্ষ থেকে আবিদ আলির প্রতি মুহূর্তের শারীরিক অবস্থা জানানো হচ্ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দলকে।

গত মঙ্গলবার প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাট করছিলেন আবিদ। তখনই প্রথম বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর কিছু পরে আবারও একই জায়গায় বুকে ব্যথা অনুভব করেন আবিদ। এরপরই দলের ম্যানেজার আশরাফ আলির তত্বাবধানে তাকে চিকিৎসা ও অন্যান্য পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু পরেই জানা যায় হৃদযন্ত্রের সমস্যায় পড়েছেন আবিদ।

এনইউ