তিনি শুধু সময়ের সেরা নন, ইংলিশ ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন। ব্যাট হাতে তার মাঠে নামা মানেই যেন রান উৎসব। এবার এক ক্যালেন্ডার বর্ষে অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন জো রুট।  ইংল্যান্ডের অধিনায়ক আগেই টপকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিংকে। রোববার পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে।

তবে এদিন একটা আক্ষেপও সঙ্গী হয়েছে রুটের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাঠে নেই একটিও সেঞ্চুরি। একাধিক অর্ধশতক হাঁকিয়েছেন, কিন্তু শতকের দেখা পাওয়া হয়নি অস্ট্রেলিয়ায়। সেই আক্ষেপটা আরও দীর্ঘ হয়েছে। রোববার অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম সকালে ঠিক ৫০ রান করেই মিচেল স্টার্কের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট রুট!

তারপরও এক ক্যালেন্ডার বর্ষে অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক। এর আগে এক ক্যালেন্ডার বর্ষে অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের রেকর্ড ছিল স্মিথের। ২০০৮ সালে এক ক্যালেন্ডার বর্ষে অধিনায়ক হিসাবে ১৬৫৬ রান করেন তিনি। বক্সিং যে টেস্টে ইংল্যান্ড অধিনায়ক টপকে গেলেন সেই রেকর্ড। 

১৫ টেস্টে ২৫ ইনিংস খেলে ১৬৫৬ রান করেন দক্ষিণ আফ্রিকার সে সময়ের অধিনায়ক স্মিথ। চলতি বছর ১৫ টেস্ট খেলেই স্মিথের রেকর্ড ভাঙলেন রুট। এমনিতে সব মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রানের রেকর্ডে রুটের সামনে এখনও দু'জন। শীর্ষে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ (১৭৭৮ রান), এরপরই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস (১৭১০)! রুটের রান এখন ১৬৮০। তাদের হয়তো ছুঁয়ে ফেলতে পারেন অজিদের বিপক্ষে এই টেস্টেই!

এটি