মহেন্দ্র সিং ধোনির সবকিছুই যেন কিছুটা রহস্য ঘেরা। এর মধ্যেও টেস্ট থেকে অবসর নেওয়াটা আলাদা কিছুটা। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে ডেস্টের পরই এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। ওই সিদ্ধান্ত নাকি বিস্ময়কর ঠেকেছিল ড্রেসিংরুমে থাকা তার সতীর্থদের জন্যও।

তখন দলের টিম ডিরেক্টর ছিলেন রবী শাস্ত্রী। ধোনির অবসরের ঘটনা নাকি ভালোভাবে জানতেন না তিনি নিজেও। অজিদের বিপক্ষে ম্যাচটি ড্র করার পর আকস্মিকভাবেই অবসরের ঘোষণা দেন ধোনি। কোহলিকে তখন নেতৃত্বের জন্য প্রস্তুত মনে করেই অবসরে গিয়েছিলেন তিনি, এমনটি বিশ্বাস শাস্ত্রীর।

তিনি বলেন, ‘সে জানতো পরের নেতা কে। ধোনি কেবল উপযুক্ত সময় খুঁজছিল সিদ্ধান্তটা নেওয়ার কারণ সে জানতো তার শরীর কতটুকু নিতে পারবে। সাদা বলের ক্যারিয়ারটা লম্বা করতে চাইছিল। যখন তার শরীর তাকে বলেছে যথেষ্ট হয়েছে, এটাই যথেষ্ট। ধোনির মাথায় দ্বিতীয় কোনো ভাবনা আসেনি।’

‘এটা অনেক বড় বিস্ময়কর খবর হয়ে এসেছিল যখন সে বলেছে আমি টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছি। এমনকি সে খুব সাধারণভাবে আমার কাছে এসেছে আর বলেছে, রবি ভাই আমার ছেলেদের সঙ্গে কথা বলা দরকার। আমি বলেছি, অবশ্যই। আমি ভেবেছি সে হয়তো এমনিতেই কিছু বলবে। খেলাটা আমরা দারুণভাবে ড্র করেছিলাম, শেষদিন ব্যাট করেছি।’

ধোনির অবসরের ঘোষণা জানানোর পর ড্রেসিং রুমের অবস্থা কেমন ছিল সেটি জানিয়ে শাস্ত্রী বলেন, ‘এরপর সে আসলো আর বলল, আমি আর টেস্ট খেলব না। আমি তখন কেবল ড্রেসিংরুমের ক্রিকেটারদের মুখ দেখছিলাম। তারা বড় ধাক্কা খেয়েছিল। কিন্তু এটাই ধোনির।’

এমএইচ/এটি