তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রিয়াদ
দু’জন এখনও জাতীয় দলের অধিনায়ক। আরেকজন দেশের ইতিহাসের সফল অধিনায়কদের একজন। মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা-তিনজনই এবারের বাংলাদেশের প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন একই দলের হয়ে।
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। বিসিবির মালিকানাধীন ঢাকা দলে নিয়েছে দেশের ক্রিকেটের এই তিন তারকাকে। ড্রাফট শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, মাশরাফির সঙ্গে খেলা সবসময় উপভোগ করেন তিনি।
বিজ্ঞাপন
রিয়াদ বলেছেন, ‘এটা আমরা সবসময় উপভোগ করি মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলা বা উনার অধীনে খেলা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যেটি হলো তখনও খুব ভালো সময় আমরা কাটিয়েছি এবং ভালো ক্রিকেটও খেলতে পেরেছি। আশা করি ওইরকম ভালো একটা পরিবেশ যেন এই দলেও তৈরি করতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি।’
তিনজন একই ড্রেসিং রুমে খেলতে পারায় তৃপ্তির কথা জানিয়ে রিয়াদ বলেন, ‘সবসময়ই বিশ্বাস ছিল আবার একসঙ্গে খেলতে পারব। আলহামদুলিল্লাহ, আবার একসঙ্গে খেলতে পারছি। তামিমও আমাদের সঙ্গে আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আমাদের দলে বেশি। তাই আমি আশা করি মাঠে যদি এটা কাজে লাগাতে পারি আমাদের ভালো ফলাফল করার সম্ভাবনা আছে এটা বিশ্বাস করি।’
বিজ্ঞাপন
তামিমের সঙ্গে রিয়াদের সম্পর্ক নাকি ঠিকঠাক নেই। এ নিয়ে রিয়াদ বলেন, ‘অনেক কিছুই আমার হাতে নেই। অনেকেই অনেক কিছু ভাবে। আমি সবসময় আমার তরফ থেকে বিশ্বাস করতাম যে বন্ডিং বা রিলেশন সবসময়ই ভালো ছিল।’
এমএইচ/এটি