পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠের ক্রিকেট থেকে ঢের আলোচনার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোস্যাল মিডিয়া। বিসিসির ফেসবুজ পেজে একটি ছবি শেয়ার করা হয়, সেখানে দেখা যায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুই হাত ওপরের দিকে তুলে উইকেট পাওয়ার আনন্দ উদযাপন করছেন বাংলাদেশ দলের পেসার শহীদুল ইসলাম। আসলে পোস্টটা যে–ই দেখেছেন বুঝে নিতে অসুবিধা হয়নি, সেটি আসলে শহীদুলের ছবি নয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সাকিব আল হাসানের ছবি সেটি।

বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে সমর্থকদের আক্ষেপের শেষ নেই। যেখানে প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে যে কোনো প্রতিষ্ঠানই এখন খাপ খাইয়ে নিতে যায়। কত দ্রুতগতিতে নিজেদের প্রচার-প্রসার করা যায় তেমনই প্রতিযোগিতা চলে। সেখানে বিসিবির অবস্থান উল্টো। আন্তর্জাতিক ম্যাচেও পাওয়া যায় না কোন তথ্য। টাইগারক্রিকেট ডট কম ডট বিডি নামে যে অফিশিয়াল ওভেবসাইট আছে, সেটিও মেলে না প্রয়োজনীয় তথ্য।

এবার এসবের পরিবর্তন আনতে চান বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, সব আক্ষেপের সুরাহা মিলবে খুব দ্রুতই। এ নিয়ে কাজ কাজ শুরু করে দিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

টিটু বললেন, ‘এখন এগুলো পর্যালোচনা চলছে, খুব দ্রুতই আমরা কিন্তু ডিজিটাল পাল্টফর্মের টোটাল যে সিস্টেমটা আন্তর্জাতিক মানের যেখানে আপনারা বলেন, বা আমরা যেভাবে পরবর্তীতে উদাহরণ হিসেবে দেখান বা আমরা যেগুলো দেখতে পাই পাশ্ববর্তী দেশ থেকে বাকি সব জায়গায়। আমরা একদম আপ টু দ্য মার্ক আমাদের প্রেজেন্টেশনটা যেন থাকে, যেন একটা জায়গায় সব কিছু এক সঙ্গে পাওয়া যায়।’

এতোদিন কনটেন্ট ম্যাটারস নামের এক প্রতিষ্ঠান বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের কাজ করত। তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। টিটু জানালেন, দ্রুত সময়ে যাতে সকল তথ্য পাওয়া যায় সে পথেই হাঁটবে বোর্ড।

টিটু বলেন, ‘আপনারা হয়তো খুব রিসেন্টলি যেমন সমাধান চাচ্ছেন সেভাবেই পেয়ে যাবেন। আমি যেটা বড় করে বলতে চাই, আমাদের যেটা ছিল সেটা একটা তৃতীয় পক্ষের কাছে ছিল, তারা লাইক আনপ্রফেশনাল উপায়ে কন্ট্রোল করেছে, সেখানে কয়েকটি ইস্যু তৈরি হয়েছে, বোর্ড কিন্তু তাদের সঙ্গে চুক্তি বাতিলও করেছে।’

টিআইএস/এটি