এবাদতের সাফল্যে উচ্ছ্বসিত ভলিবলের জাবির
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ বিশেষ দিন। নিউজিল্যান্ড টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল। সেই নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের প্রধান নায়ক পেসার এবাদত হোসেন।
এবাদতের আগের দিনের স্পেলেই বাংলাদেশের জয়ের সুবাস পাচ্ছিল। আজ বুধবার তার বোলিং জয় ত্বরান্বিত করে। সেই এবাদতের পেশাদার ক্রীড়াবিদ হিসেবে পথচলা শুরু হয়েছিল ভলিবল খেলোয়াড় হিসেবে।
বিজ্ঞাপন
এবাদতের পারফরম্যান্সে পুরো দেশের ক্রীড়াঙ্গন গর্বিত। ভলিবল অঙ্গনের ভালোলাগা একটু বেশি। ভলিবলের তারকা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাঈদ আল জাবির বলেন, ‘সকাল থেকেই আমাদের ভলিবল অঙ্গনে খুশির জোয়ার। বিভিন্ন গ্রুপগুলোতে এবাদতকে নিয়ে স্মৃতিচারণ ও অভিনন্দন জানানো হচ্ছে। একজন সাবেক ভলিবল খেলোয়াড় দেশকে এত বড় অর্জন এনে দিল। এটা আমাদের ভলিবলের জন্যও গৌরব।’
এবাদতের সঙ্গে ভলিবল খেলার স্মৃতিচারণ করলেন জাবির, ‘বিমানবাহিনীর হয়ে এবাদত খেলেছে। ও আমার এক ব্যাচ জুনিয়র হলেও সম্পর্ক বেশ ভালোই ছিল। ভলিবলে ও ভালোই খেলছিল।’
বিজ্ঞাপন
এবাদতের ভলিবল থেকে ক্রিকেটে যাওয়ার সিদ্ধান্তকে বড় হিসেবে দেখছেন জাবির, ‘সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নিজের ইচ্ছে ও সক্ষমতার দারুণ সম্মিলন ঘটিয়েছে সে।’ ভলিবল থেকে এবাদত ক্রিকেটার হয়ে দারুণ পারফরম করছেন। আবার এই ভলিবলেই অন্য ডিসিপ্লিনের জাতীয় খেলোয়াড় এখন ভলিবল খেলছেন এমন ঘটনাও আছে। তিনবার অলিম্পিকে অংশ নেয়া সাঁতারু ডলি আক্তার এখন জাতীয় ভলিবল দলের খেলোয়াড়।
এজেড/এটি/এনইউ