সে বিকেলে ম্যাচটা ছিল বাংলাদেশের মুঠোয়। চার চারটা উইকেট তুলে নেওয়া গিয়েছিল দ্রুতই। তাতে আস্কিং রেটটাও বাড়ছিল তরতরিয়ে। কিন্তু এরপরই আবির্ভাব তার। চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে জেতা ম্যাচটা হাতের মুঠো থেকে ছিনিয়ে নেন বাংলাদেশের। বাংলাদেশকে দুঃস্মৃতি উপহার দেওয়া সেই ভানুকা রাজাপাকসেই এবার অবসরে চলে গেলেন। মাত্র ৩০ বছর বয়সেই!

শ্রীলঙ্কান এই ব্যাটার তার আন্তর্জাতিক অবসর ঘোষণা করেছেন, এসএলসিকে একটি চিঠি লিখে। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার তার জীবনের সবচেয়ে বড় এই সিদ্ধান্তের কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার কথা উল্লেখ করলেন। তার লেখা চিঠিতে বলা হয়েছে, ‘একজন খেলোয়াড় ও স্বামী হিসেবে নিজের অবস্থানটা সতর্কের সঙ্গে বিবেচনায় এনেছি, এবং পিতৃত্ব ও তার সঙ্গে যুক্ত পারিবারিক বাধ্যবাধকতা সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছি।’

লঙ্কানদের হয়ে ক্যারিয়ারটা অবশ্য খুব বড় নয় তার। ২০১৯ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। অভিষেকের পর টি-টোয়েন্টি খেলেছেন ১৮টি, যাতে ২৬.৬৬ গড়ে করেছেন ৩২০ রান।  ফিফটি আছে দুটো, যার একটা সেই বিশ্বকাপে, বাংলাদেশের বিপক্ষে।

টি-টোয়েন্টি অভিষেকের দুই বছর পর গেল বছর খেলেছিলেন প্রথম ওয়ানডেটা খেলেছিলেন তিনি। তবে ওয়ানডে ক্যারিয়ারটা মাত্র ৫ ম্যাচ পর্যন্তই বড় হতে পেরেছে। তার আগে বাড়বে কী করে, পরিবারের দায়িত্ব সামলাতে যে অকালেই ক্যারিয়ারের ইতি টেনে ফেলেছেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার!  

এনইউ/এটি