স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। মাউন্ট মঙ্গানুইয়ে একদিন আগেই দল পেয়েছে ঐতিহাসিক টেস্ট জয়। এক সাফল্যের পর আরেকটিতে চোখ মুমিনুল হকদের। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পরিকল্পনা টাইগারদের। সেই মিশনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে দল এখন ভেন্যু শহর ক্রাইস্টচার্চে। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে নিউজিল্যান্ডের এই শহরটিতে পা রাখেন মুমিনুল-মুশফিকুর রহিমরা। এখানেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী রোববার, বাংলাদেশ সময় ভোর ৪টায়।

ক্রাইস্টচার্চে একদিনের বিশ্রাম করবে বাংলাদেশ দল। শুক্রবার থেকে শুরু হবে অনুশীলন। দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি জানালেন, বৃহস্পতিবার বিশ্রামেই কাটাবেন তারা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক ভিডিও বার্তায় লি বলেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট নিয়ে সবাই যারপরনাই খুশি। আগামী দুই দিন আমরা সবাইকে পরের টেস্টের জন্য প্রস্তুত হবো। এরমধ্যে বিমানে ওঠার আগেই আমাদের পেসাররা ঘাম ঝরিয়েছেন। শুক্রবার আমরা স্কোয়াডের বাকিদের নিয়ে কাজ করব ও দেখব কীভাবে পরের ম্যাচের জন্য তাদের প্রস্তুত করা যায়।’

শুক্রবার থেকে ফের পুরো মাত্রায় চলবে অনুশীলন। নিকোলাস লি বলছিলেন, ‘প্রত্যেকের রিকভারি প্রক্রিয়াটা আলাদা হবে। প্রথম টেস্টে যারা শারীরিক চাপটা কম নিয়েছে, তাদের কাল কিছুটা বেশি পরিশ্রম করতে হতে পারে। ম্যাচের আগের দিন সবাইকে চাপমুক্ত রাখতে চাই।’

জয়ী দলটি নিয়ে ক্রাইস্টচার্চে নামতে পারছে না বাংলাদেশ দল। কারণ ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল জয়। তার হাতে তিন সেলাই। নাঈম শেখ থাকছেন তার জায়গায় দলে।

এটি