কর্নওয়েলকে নিয়ে ভাবছেন না মুমিনুল
ছবি : সংগৃহীত
করোনার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট। বিশাল বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৫ ম্যাচের জন্য ২৪ সদস্যের স্কোয়াড। তবে মূল দলের অনেকেই আসেননি করোনার কারণে। যারা এসেছেন, তাদের মধ্যে আলাদা করে ভাবতে হচ্ছে রাকিম কর্নওয়েলকে নিয়ে। বাংলাদেশ দলেরও মাথা ব্যথার কারণ এই অফ স্পিনার। তবে কর্নওয়েলকে নিয়ে বেশি ভাবছেন না অধিনায়ক মুমিনুল হক।
করোনার কারণে বাংলাদেশ সফর করতে অনীহা প্রকাশ করে ক্যারিবীয় দলের একাধিক ক্রিকেটার। তাদের ছাড়াই খেলতে এসেছে উইন্ডিজ। দুই ফরম্যাটের জন্য ৩০ সদস্যের দল। তবে ৬ ক্রিকেটার সুযোগ পেয়েছেন ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই। এই ২৪ ক্রিকেটারের মধ্যে আলোচনায় কার্নওয়েল। মূলত দীর্ঘদেহী হওয়ায় তাকে নিয়ে সমর্থকদের কৌতূহল একটু বেশিই।
বিজ্ঞাপন
পারফরম্যান্সেও কম যান না কার্নওয়েল। টেস্টে ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। বুধবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ খেলতে নামবেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। তার আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন কর্নওয়েল। এক ইনিংসে ১৬ ওভার হাত ঘুরিয়ে ৫ উইকেট শিকার করে ভাবনা বাড়িয়েছেন স্বাগতিক শিবিরে।
এমনিতেই স্লো উইকেট, এর ওপর কর্নওয়েলের কার্যকরী অফ স্পিন। তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে বাংলাদেশ দলের? মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুমিনুল বলেন, ‘তাকে নিয়ে আমাদের কি পরিকল্পনা, সেটি আমরা যদি এখানেই বলে দিই, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’
বিজ্ঞাপন
মঙ্গলবার বাংলাদেশ দল অনুশীলন শেষ করার পর অনুশীলনে নামে উইন্ডিজ। প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলে এই অনুশীলন পর্ব। সেখানে ক্যারিবীয়দের একমাত্র প্রতিনিধি হিসেবে উইকেট পর্যবেক্ষণ করেন কর্নওয়েল। প্রায় মিনিট পাঁচেক উইকেটের দুই প্রান্তেই হাত দিয়ে পরীক্ষা করতে দেখা যায় তাকে। বাংলাদেশ দলের শুরুর ৬ ব্যাটসম্যানের ৫ জনই বাঁহাতি। কর্নওয়েলকে সামলানোর কাজটা খুব যে সহজ হবে না সেটি বলাই যায়।
মুমিনুল বলেন, ‘কার্নওয়েলের ব্যাপারে আমরা যারা আছি, খেলোয়াড় হিসেবে ভালো প্রস্তুতি নিয়েছি। যেটা বললাম, তাকে সামলানোর ব্যাপারে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবেই নিচ্ছি।’
টাইগার অধিনায়কের ভাবনা, ‘আমার মতে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, বাঁহাতি স্পিনার, ডানহাতি স্পিনার থাকবেই। আপনাকে এসবের সাথে সামঞ্জস্য করার মত সামর্থ্য থাকতে হবে। এটা নিয়ে বাড়তি ভাবনা ভাবতে গেলে চলবে না। এজন্য এসব আমার কাছে চিন্তার কোনো কারণ মনে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে এসব মোকাবেলা করার মত সামর্থ্য আপনার থাকতে হবে।’
টিআইএস/এমএইচ