দিনের শুরু থেকেই সাদমান(ডানে) ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে/ছবি: বিসিবি

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘদিনের করোনা-বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ৩ ম্যাচের সে সিরিজে ক্যারিবীয়দের ধবলধোলাইয়ের পর এবার টেস্ট আঙিনাতেও প্রত্যাবর্তন ঘটছে মুমিনুল হকের দলের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টটির লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট 

প্রথম দিনের সমাপ্তি

দিনজুড়ে বাংলাদেশের উইকেট গিয়েছে পাঁচটি, বেশির ভাগই ব্যাটসম্যানদের দায়ে। প্রথম দিনের উইকেটে ছিল অনেকটা ব্যাটিং সহায়ক। যেখানে বাংলাদেশ তুলেছে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪২ রান। সাদমানের ফিফটি এলেও শুরুর দুই সেশনে পিছিয়েই ছিল টাইগাররা। শেষ বিকালে সাকিব আল হাসান ও লিটন দাসের দৃঢ়তায় দিনশেষে কিছুটা হলেও এগিয়ে বাংলাদেশ।

স্কোর-
বাংলাদেশ: ২৪২/৫ (সাদমান ৫৯, সাকিব ৩৯*, মুশফিক ৩৮, লিটন ৩৪*; ওয়ারিক্যান ৩/৫৮, রোচ ১/৪৪)

মুশফিকের বিদায়

জোমেল ওয়ারিকানের দাপট চলছেই। সাদমান, মুমিনুলের পর এবার মুশফিককেও সাজঘরে ফেরালেন এই স্পিনার। তার অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেতে থাকা বল এগিয়ে এসে ডিফেন্স করতে গিয়ে স্লিপে থাকা রাকিম কর্নওয়ালের হাতে বন্দী হন মুশফিক। বাংলাদেশ ১৯৩-৫

দ্বিতীয় সেশন শেষেও চাপে বাংলাদেশ

প্রথম সেশনের একটা বড় সময় এগিয়ে থেকে একেবারে শেষ দিকে উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও দেখা গেল সেই একই দৃশ্য। সেট ব্যাটসম্যান সাদমান সাজঘরে ফিরলেন ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে, রিভিউ না নিয়ে। পরে রিপ্লেতে দেখা গিয়েছিল বলটা বেরিয়ে যাচ্ছে লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে। রিভিউ নিলে নিশ্চিতভাবেই রক্ষা মিলতো সাদমানের। সে আক্ষেপ আর খানিকটা চাপ নিয়েই তাই দ্বিতীয় সেশন শেষ করেছে স্বাগতিকরা। 

সেশন শেষে  ৫৮ ওভারে বাংলাদেশ ১৪০-৪

সাদমানকে হারিয়ে চাপে বাংলাদেশ

জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সেট ব্যাটসম্যান সাদমান। ১৩৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে গেছে স্বাগতিক বাংলাদেশ।

ফিরলেন অধিনায়ক মুমিনুল

দলীয় শতক, জুটির অর্ধশতকের পরই উইকেট হারালেন অধিনায়ক মুমিনুল। জোমেল ওয়ারিকানের বলে ক্যাচ তুললেন শর্ট মিড উইকেটে, তালুবন্দি হলেন জন ক্যাম্পবেলের। বাংলাদেশ ১১৯-৩

সাদমানের অর্ধশতক

শেষ কয়েক ওভারে অধিনায়ক মুমিনুলের ধৈর্যচ্যুতি ঘটলেও সাদমান ইসলাম উইকেটে আছেন দারুণ ধৈর্য নিয়ে। ১২৮ বল খেলে প্রায় ৮৩ শতাংশ নিয়ন্ত্রণ নিয়ে ছুঁয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

শম্বুকগতিতে দলীয় শতক

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছেন সাদমান ইসলাম। প্রথম সেশনের শেষ দিক থেকে তার সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মুমিনুলও। রানের চাকা কিছুটা ধীরগতির হয়ে পড়লেও উইকেট আর হারায়নি স্বাগতিকরা। দলীয় শতকের দেখা পেতে যে কারণে অপেক্ষা করতে হয়েছে ৪৪তম ওভার পর্যন্ত। ৪৪ ওভার শেষে বাংলাদেশ ১০২-২

প্রথম সেশনটা উইন্ডিজেরই?

সাদমানের কল্যাণে শুরুটা দারুণ হয়েছিল। পরে এতে যোগ দিয়েছিলেন তামিম ইকবালও। তবে কেমার রোচের ইনসুইঙ্গারে হঠাত ধোকা খেয়ে উইকেট হারান তামিম। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে পরিস্থিতি সামলেছিলেন সাদমান। তবে সেশনের শেষ দিকে ভুল বোঝাবুঝিতে রানআউট হন শান্ত। টপ অর্ডারের দুটো উইকেট তুলে নিয়ে প্রথম সেশন শেষে স্বাগতিক বাংলাদেশ থেকে কিছুটা এগিয়েই আছে সফরকারী ক্যারিবীয়রা।

সেশন শেষে- বাংলাদেশ ৬৯-২

ভুল বোঝাবুঝিতে শান্তর বিদায়

তামিম ইকবালের বিদায়ের পর থেকে বেশ নিখুঁত খেলছিলেন সাদমান ইসলাম আর নাজমুল হোসেন শান্ত। দলীয় অর্ধশতক পেরোনোর কিছু পরেই যেন ছন্দপতন হলো। মেয়ার্সের বল গ্ল্যান্স করে দুই রান নিতে চেয়েছিলেন সাদমান, যার দ্বিতীয়টায় একটু ভুল বোঝাবুঝি হলো, তাতে শান্ত উইকেটটা হারালেন ব্যক্তিগত ২৫ রানে। বাংলাদেশ ৬৬-২

শুরুতেই তামিমের বিদায়

ওয়ানডে সিরিজের ফর্মটা টেস্টে টেনে আনতে ব্যর্থ তামিম। কেমার রোচের ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফিরলেন তিনি। বাংলাদেশ ২৩-১

উইন্ডিজ দলে তিন অভিষিক্ত

আনকোরা তিন মুখ নিয়ে মাঠে নামছে সফরকারীরা। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে দলটিতে আজ অভিষেক হচ্ছে এনক্রুমা বোনার, কাইল মায়ার্স ও শাইনি মোসেলির।

উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।

তামিমের সঙ্গী সাদমান, একমাত্র পেসার মুস্তাফিজ

তামিমের ওপেনিং সঙ্গী হবেন কে? স্কোয়াডে পাঁচ পেসার থাকলেও একাদশে থাকবে কয়জন? এ প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ভারী করছিল সাগরিকার বাতাস। সে প্রশ্নের উত্তর মিলেছে টসের পর। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে ফিরেছেন সাদমান ইসলাম। এদিকে স্কোয়াডে পাঁচ পেসার থেকে ম্যাচে জায়গা পেয়েছেন একজন, তিনি মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান ও মুস্তাফিজুর রহমান।

টসে জিতে ব্যাটিংয়ে মুমিনুলরা

ওয়ানডে সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর এবার টেস্ট সিরিজেও একই লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।