মুশফিকুর রহিম/ছবি: সংগৃহীত

চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন তামিম ইকবাল। পাঁচদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। তবে তামিম মাত্র ৯ রান করে আউট হওয়ায় দুজনের মধ্যে ব্যবধান থাকে মাত্র ১ রানের। পরে তামিমকে ছাড়িয়ে রেকর্ড পুনরুদ্ধার করতে সময় নিলেন না মুশফিক।

বুধবার শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের শুরুর ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সাদমান ইসলামকে নিয়ে ওপেন করতে নামেন তামিম। এদিন ৮ রান করে টেস্টে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক মুশফিককে ছুঁয়ে ফেলেন তিনি। ৯ রান করে উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ছাড়িয়ে টেস্টের পাশাপাশি তিন ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক বনে যান তামিম।

তবে ব্যবধান বেশি বাড়াতে পারেননি তামিম। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় রান যখন ২৩, তখন ক্যারিবীয় পেসার কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নামের পাশে যোগ পারেন ৯ রান। ফলে ৪৪১৩ রানে থাকা মুশফিককে পিছনে ফেলে ৪৪১৪ রান নিয়ে টেস্টেও টাইগারদের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

একই ইনিংসে আবার তামিমকে সরিয়ে রেকর্ড পুনরুদ্ধার করেন মুশফিক। ৫ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে তামিমকে ছাড়ান তিনি। ওঠেন বাংলাদেশের পক্ষে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ রানের চূড়ায়।

টিআইএস/এনইউ/এটি