সাদমানের পর সাকিব-লিটনে লড়ছে বাংলাদেশ
ছবি : সংগৃহীত
করোনার কারণে প্রায় দীর্ঘ ১ বছর টেস্ট ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে ২ ম্যাচ টেস্ট সিরিজের শুরুর ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচে ঘটন-অঘটনের প্রথম দিনে সাদমান ইসলামের অর্ধশতকের সঙ্গে অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটে ৫ উইকেট হারিয়ে ২৪২ রানে দিন পার করেছে অধিনায়ক মুমিনুল হকের দল।
হোম কন্ডিশনের ফায়দা নিয়ে সাগরিকায় স্লো উইকেটে প্রতিপক্ষ বধের ছক এঁকেছে বাংলাদেশ। এজন্য একাদশে মাত্র ১ পেসার খেলাচ্ছে স্বাগতিকরা। একমাত্র পেসার হিসেবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে ফিরেছেন সাকিব, সাদমান ও মেহেদী হাসান মিরাজ। সফরকারী উইন্ডিজ দলে অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে টস ভাগ্য কথা বলে মুমিনুলের পক্ষে। ব্যাটিং নিতে ভুল করেননি তিনি। তবে শুরুর ফায়দা তুলতে পারেননি তামিম ইকবাল। সকালে উইকেটের চরিত্র ছিল ব্যাটসম্যানদের জন্য সহায়ক। বল খুব ভালোভাবেই ব্যাটে পেয়েছেন দুই ওপেনার। ইনিংসের শুরুর বলেই ক্যারিবীয় পেসার কেমার রোচকে চার মেরে তারই ইঙ্গিত দেন সাদমান। পরের তিন ওভারে তামিম-সাদমান জুটি থেকে বাউন্ডারি আসে আরও তিনটি।
উইকেট যেমনই হোক, টাইগার ব্যাটসম্যানদের নাকাল করতে বাউন্সারকে অস্ত্র বানান উইন্ডিজ দলের দুই পেসার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল। তাতে ভীতিও ছড়ায় কিছুটা। ইনিংসের পঞ্চম ওভারে খেই হারিয়ে ফেলেন তামিম। রোচের ভেতরে ঢোকা বলে লাইন হারান তিনি। তাতে হালকা ব্যাট ছুঁয়ে স্টাম্পে আঘাত হানে বল। ব্যক্তিগত ৯ রান সাজঘরের পথ ধরেন তামিম। তার আগে অবশ্য মুশফিকুর রহিমকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে যান এই ড্যাশিং ওপেনার।
বিজ্ঞাপন
ইনিংস বড় করার সুযোগ পেয়েছিলেন নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে ব্যক্তিগত ২৫ রানের সময় সাদমানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তিনি। আউট হতে পারতেন সাদমানও। পরপর দু’বার সাদমানের ফেরানোর সুযোগ হাতছাড়া করে উইন্ডিজ। কিন্তু সুযোগ হাতছাড়া করেননি এই ওপেনার, তৃতীয় প্রচেষ্টায় আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। টেস্ট সুলভ ব্যাটিংয়ে ১৫৬ বল খেলে ৫৯ রান করেন সাদমান।
আউটের জন্য অবশ্য দায়টা নিজেকেই নিতে হবে সদমানকে। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে সাদমানকে এলবিডব্লিউ দেন অভিষিক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। টিভি রিপ্লেতে দেখা যায়, বল চলে যাচ্ছিল লেগ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে। তবে সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে আলোচনা করেও রিভিউ নেননি তিনি।
সাদমানের মতোই দুবার জীবন পেয়েছেন মুমিনুল। তবে পয়া ভেন্যু সাগরিকায় ব্যর্থ তিনি। আলগা শটে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ২৬ রানে। আশা জাগিয়েছিলেন মুশফিকও, তামিমের কাছে টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকানা হারিয়ে আবার পুনরুদ্ধার করেন। তবে ব্যক্তিগত ৩৮ রানের সময় ওয়ারিক্যানের তৃতীয় শিকার হয়ে ফিরে যান মুশফিক। আউট হওয়ার আগে সাকিবের সঙ্গে পার্টনারশিপে ৫৯ রান যোগ করেন তিনি।
মুশফিকের আউটের পর রাকিম কর্নওয়েলের বলে জীবন পান লিটন। সহজ সুযোগ পেয়েও রান করতে উইকেটে রীতিমতো ছটফট করতে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পরে সাকিব-লিটনের অবিচ্ছেদ্য ৪৯ রানের পার্টনারশিপে ৫ উইকেট হারিয়ে ২৪২ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আগামীকাল (বৃহস্পতিবার) ম্যাচের দ্বিতীয় দিনে সাকিব ৯২ বলে ৩৯ ও লিটন ৫৮ বলে ৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন।
সাংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২৪২/৫ (সাদমান ৫৯, সাকিব ৩৯*, মুশফিক ৩৮, লিটন ৩৪*; ওয়ারিক্যান ৩/৫৮, রোচ ১/৪৪)
টিআইএস/এমএইচ/এটি