ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশের মাটিতে ভারতের বিপক্ষে লজ্জায় ডুবেছে অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। ওই সিরিজের পর অস্ট্রেলিয়ান গণমাধ্যমের এক সংবাদে তোলপাড় সৃষ্টি হয়েছে। 
 
বেশ কয়েকজন অজি ক্রিকেটার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের ওপর বিরক্ত বলে দাবি তাদের। ল্যাঙ্গারের আচরণ হেড মাস্টার ধরণের বলে মনে হচ্ছে ক্রিকেটারদের। এই সংবাদ নিয়ে এবার কথা বলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিক হকলে।
 
দলের ভেতরকার যেকোনো সমস্যা সমাধানে তারা এগিয়ে আসবেন বলে জানিয়েছেন নিক হকলে। সঙ্গে ল্যাঙ্গারের প্রতি নিজেদের সমর্থন রাখার কথাও মনে করিয়ে দিয়েছেন অজি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। 
 
তিনি বলেন, ‘আমরা নিয়মিত দলের পারফরম্যান্স পর্যালোচনা করি। সম্প্রতি অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিয়ে বিভিন্ন মতামত ও নানান সংবাদমাধ্যমে দেখছি। এই বিষয়ে আমি একটা কথাই বলব, ল্যাঙ্গারের নেতৃত্বগুণ, দলের প্রতি আবেগ, সে নিজের ভেতরে কিছু গোপন রাখেন না। কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও দলের সংস্কৃতি ধরে রাখতে, ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের জন্য তিনি সর্বোচ্চ করেছেন। অস্ট্রেলিয়ানদের তাদের ক্রিকেট দলের হয়ে গর্বিত করতে ল্যাঙ্গারের কি করা উচিত সে সম্পর্কে তিনি স্পষ্ট।’
 
সামনেই বিখ্যাত অ্যাশেজ সিরিজে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এখন তাদের সব মনোযোগ ওই দিকে। পূর্ববর্তী পারফরম্যান্স পর্যালোচনা করে অ্যাশেজে ভালো করাই লক্ষ্য তাদের। এমনটিই জানিয়েছেন হকলে।  
 
তিনি বলেন, ‘দলকে পুনরায় গড়ে তুলতে দলের কোচ এবং অধিনায়ক কাজ করে যাচ্ছেন। সামনে অ্যাশেজ আসছে এবং সেটাকে লক্ষ্য করে আমরাও দলের পারফরম্যান্স পর্যালোচনা করব। এখন সময় পরবর্তী অধ্যায় নিয়ে পরিকল্পনা করা এবং আসন্ন অ্যাশেজ নিয়ে চিন্তা করা, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গার আমাদের পূর্ণ সমর্থন পাচ্ছেন এবং আমরা দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছি।’
 
এমএইচ