‘মুশফিকের উইকেট গুরুত্বপূর্ণ ছিল’
ছবি : সংগৃহীত
ঘরের মাঠের ফায়দা নিতে স্লো উইকেটে স্পিন নির্ভর একাদশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে স্কোয়াডে একঝাঁক স্পিনার থাকলেও উইন্ডিজ একাদশে পরীক্ষিত স্পিনার মোটে দুজন। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে তিন উইকেট তুলে নিয়েছেন ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান। এই ৩ উইকেটের মধ্যে মুশফিকুর রহিমের উইকেটটি গুরুত্বপূর্ণ বলে জানালেন তিনি।
বাংলাদেশ দলের ভাবনার কারণ ছিল উইন্ডিজ অফ স্পিনার রাকিম কর্নওয়েল। তবে প্রথম টেস্টের প্রথম দিনে নিষ্প্রাণ ছিলেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই বোলার। ২২ ওভার হাত ঘুরিয়ে ৫৬ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য। সেখান বল হাতে বেশ উজ্জ্বল বাঁহাতি স্পিনার ওয়ারিক্যান। বাংলাদেশ দলের ৫ উইকেটের মধ্যে ৩টি তুলে নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সাদমান ইসলাম, মুমিনুলের হকের পর ওয়ারিক্যানের শিকার মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে এই স্পিনার জানান, তিনটি উইকেটের মধ্যে মুশফিকের উইকেটটি গুরুত্বপূর্ণ ছিল তার কাছে।
ওয়ারিক্যান বলেন, ‘আজকের দিনটি আমার জন্য ভালো ছিল। তিনটি উইকেট পেয়েছি, যেখানে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট ছিল। আশা করি, আগামীকাল (দ্বিতীয় দিন) আরও উইকেট নিয়ে দলকে সাহায্য করতে পারব।’
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, মুশফিকের উইকেটটি (এগিয়ে থাকবে)। স্লিপে কর্নওয়েল দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছে। নতুন বল নেওয়ার আগে আমাদের উইকেট দরকার ছিল। তখন উইকেট পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল।’
প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৪২ রান জমা করেছে বাংলাদেশ। ৩৯ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান। আরেক ব্যাটসম্যান লিটন দাসের রান ৩৪। এই দুই ব্যাটসম্যানকে দ্বিতীয় দিনের শুরুতেই ফেরাতে চান ওয়ারিক্যান। সব মিলিয়ে ৩০০ রানের মধ্যে প্রতিপক্ষকে বেধে রাখার পরিকল্পনার কথা জানালেন তিনি।
এক ভিডিও বার্তায় ওয়ারিক্যান বলেন, ‘কালকের (বৃহস্পতিবার) জন্য আমার পরিকল্পনা করে রেখেছি। আমরা দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিতে চাই। আমাদের লক্ষ্য বাংলাদেশকে ৩০০ এর নিচে আটকে রাখা। এবং পরে ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়া।’
টিআইএস/এমএইচ