জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক ক্রিকেটার সামি
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ক্রিকেটার সামিউল ইসলাম সামি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত সাবেক এই পেসার। তার ছেলে রিয়াজুর রহমান রোহান জানিয়েছেন, নিরাময়যোগ্য নয় সামির ব্রেন টিউমার।
ঢাকা পোস্টকে রোহান বলেন, ‘আসলে খুব কঠিন সময় যাচ্ছে আমাদের পরিবারের। বাবা ব্রেন টিউমারে আক্রান্ত। যেটাকে বলে হাই গ্রেড গ্লিওমা। আমরা গতকাল (মঙ্গলবার) একটা পরীক্ষা করিয়েছিলাম। সেটার রিপোর্ট হাতে এসেছে। এখন পরবর্তী চিকিৎসা কী হতে পারে এজন্য আমরা ডাক্তারের পরামর্শের অপেক্ষায় আছি।’
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য খুব বড় হয়নি সামির। খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। ক্রিকেট ছাড়ার পর বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। আম্পায়ারিংয়ের পর দায়িত্ব পালন করে ম্যাচ রেফারি হিসেবে। ফাস্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।
ইউসুফ বাবু নামে পরিচিত ইউসুফ রহমান সামির ভাই। দুজন একত্রে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
১৯৮৬ সালে এশিয়া কাপ প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে, যেটা ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃত ওয়ানডে। সে ম্যাচে বল হাতে উইকেট না পেলেও দারুণ বোলিং করেন সামি। মহসিন খান, রমিজ রাজা, জাভেদ মিয়াঁদাদদের বিপক্ষে বোলিং করে ৭ ওভারে মাত্র ১৫ রান দেন।
টিআইএস/এটি/এনইউ