অস্ট্রেলিয়ার জার্সির রঙ হলুদ, কাকতালীয়ভাবে সর্ষে ফুলের রঙটাও। স্টিভ ওয়াহ-রিকি পন্টিংদের যুগে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামলে যেন সেই সর্ষে ফুলই দেখত বাঘা বাঘা প্রতিপক্ষরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি রঙটা হলুদ নয়, খানিকটা ফ্যাঁকাসে লাল। তবু বিপিএল ফাইনালে কুমিল্লার মুখোমুখি হলে যেন চোখে সর্ষে ফুলই দেখে প্রতিপক্ষ। ফাইনালের কুমিল্লা যে রীতিমতো রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া!

পন্টিং দুই বিশ্বকাপ, দুটো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছিলেন অজিদের। সেইসব ফাইনালের একটিতেও হারেনি তার দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও যেন হাঁটছে অস্ট্রেলিয়ার পথেই। এই পর্যন্ত তিনটি ফাইনালে উঠেছে দলটি। হারেনি একটিতেও। 

সবশেষ জয়টা এসেছে আজ শুক্রবার, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দলটি ১ রানে হারিয়েছে বরিশালকে। দারুণ অধিনায়কত্বে সাকিব আল হাসানের মুঠো থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছেন ইমরুল কায়েস।

তাতেই একটা রেকর্ড ছোঁয়া হয়ে গেছে কুমিল্লার। সবচেয়ে বেশি বিপিএল শিরোপা জেতার রেকর্ড। কুমিল্লার বিপিএল শিরোপা এখন তিনটি। ২০১৫ সালে প্রথম শিরোপাজয়ের পর ২০১৯ সালে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। হলো এবারও। এর আগে রেকর্ডটা এককভাবে ছিল ঢাকার। ২০১২, ২০১৩, ২০১৬ সালে শিরোপা জিতে এই রেকর্ড গড়েছিল দলটি।

তবে যে বিষয়টা ঢাকা থেকে কুমিল্লাকে আলাদা করে দিয়েছে। তিনটি শিরোপা জেতার পাশাপাশি দুবার ফাইনালে হারের বিস্বাদ নিয়েছে দলটি। সে বিস্বাদ কখনো নেয়নি কুমিল্লা। ফাইনালে উঠলেই যে ভিন্ন এক দল হয়ে যায় কুমিল্লা!