প্রায় একমাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে বন্দি আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে বিশ্রামের সুযোগ নেই সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের। আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে আজ (শনিবার) করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে হবে ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের। নেগেটিভ সাপেক্ষে রোববার চট্টগ্রামে যাবেন তারা।

এদিকে দীর্ঘ ছুটি কাটিয়ে আফগান সিরিজকে সামনে রেখে শুক্রবার ঢাকায় এসেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শনিবার ঢাকায় আসার কথা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে আজই আফগানিস্তান সিরিজের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন এই দুই জন। 

ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটার, ছুটি কাটিয়ে ফেরা দুই কোচ এবং বাকি সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষার সঙ্গে কদিন আগে করোনা পজেটিভ হওয়া ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও শনিবার নমুনা দেবেন। 

আফগানিস্তান দল অবশ্য একদিন আগেই চট্টগ্রাম যাচ্ছে। সিলেটে প্রস্তুতি ক্যাম্প শেষে শনিবার তাদের ঢাকা হয়ে চট্টগ্রাম যাওয়ার কথা। রোববার ঢাকায় আফগান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা পিএসএল খেলে আসা তিন আফগান ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবি ও রহমানউল্লাহ গুরবাজের।

টিআইএস/আইএসএইচ