এক টেবিলে ১০ কোহলি!
একটি চায়ের টেবিলের চারদিকে তারা বসে, এক জন অবশ্য দাঁড়িয়ে রয়েছেন। সবার গায়ে একই রকমের পোশাক। কারও হাতে চায়ের কাপ। কেউ আবার গল্পে মগ্ন। আরও একটি বিষয়ে সবার মিল আছে। সবার গালে চাপ দাড়ি। তারা প্রত্যেকেই বিরাট কোহলি।
চমকে উঠবেন না। তারা প্রত্যেকেই কোহলির মতো দেখতে। তাদের মধ্যে অবশ্য আসল কোহলিও রয়েছেন। তবে তাকে চিনতে বেশ কিছুক্ষণ সময় লাগার কথা।
বিজ্ঞাপন
সম্প্রতি অনলাইনে একটি ছবি প্রকাশ করেছেন কোহলি। সেখানে তিনি ছাড়াও তার মতো দেখতে আরও ৯ জন রয়েছেন। ছবিটি দিয়ে ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘এদের মধ্যে আলাদা ব্যক্তিকে চিহ্নিত করুন।’
ভারতীয় ক্রিকেটে পদার্পণের পর থেকে নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছেন কোহলি। সেটা শুধু মাত্র তার খেলার মাধ্যমে নয়, চেহারার মাধ্যমেও বটে। ছোট করে কাটা চুল, গালে চাপ দাড়ি, হাত ভর্তি ট্যাটু, কোহলি যেন ভারতীয় দলে তারুণ্যের প্রতীক। একটা সময় তো দলের সবাই দাড়ি রাখা শুরু করেছিলেন। অনলাইনে চর্চা হত, কোহলিকে দেখেই নাকি এই স্টাইল শুরু করেছেন সবাই।
বিজ্ঞাপন
কোহলির এই স্টাইল শুধু মাত্র ক্রিকেটারদের মধ্যে নয়, দর্শকদের, বিশেষ করে তরুণ প্রজন্মের উপর বড় প্রভাব ফেলেছে। ইউটিউবে অনেক ভিডিওতে নকল কোহলিদের দেখা গিয়েছে। তারা কোহলি সেজে অভিনয় করেন। তেমনই কয়েক জনের সঙ্গে ছবি তুলেছেন কোহলি। খুঁজে বার করতে বলেছেন আসল কোহলিকে।
আইএসএইচ