আট মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ‘প্রায় ঠিক’ ভারতের
দুটো টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়টা আগেই পাকা করে ফেলেছিল ভারত। শেষ ম্যাচে তাই অন্য কাউকে বাজিয়ে দেখতে বিরাট কোহলির মতো তারকাকে দেওয়া হয়েছিল বিশ্রাম। তাকে ছাড়াও অনায়াসেই জিতেছে ভারত। অভিজ্ঞদের ছাড়াই এমন জয় বেশ তৃপ্তি দিয়েছে কোচ রাহুল দ্রাবিড়কে। সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল প্রায় ঠিক করে ফেলেছে ভারত।
গেল বিশ্বকাপটা ভালো কাটেনি ভারতের। পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছিল প্রথম ম্যাচে, এরপর গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল কোহলির দলের। তবে পরের বিশ্বকাপের আগে সময় খুব একটা নেই কোনো দলের কাছেই। মাত্র আট মাস পরেই শুরু টি-টোয়েন্টির বিশ্ব আসর। আগের বিশ্বকাপের ব্যর্থতার গ্লানি ঝেরে ফেলতে আঁটঘাট বেধে নামছে ভারত। সেই দলের ভাবনা তো বটেই, দলও প্রায় ঠিক করে ফেলেছেন, জানালেন দ্রাবিড়।
বিজ্ঞাপন
বললেন, ‘রোহিত, আমি, নির্বাচকরা এবং দল পরিচালকরা মিলে এ ব্যাপারে আলোচনা করেছি। কী ধরনের দল চাই সে ব্যাপারে মোটামুটি ধারণা হয়েই গিয়েছে। নির্দিষ্ট কোনও পদ্ধতি নেই আমাদের। তবে দলের ভারসাম্য কীভাবে রাখা উচিত সেটা আমাদের জানা আছে। আপাতত দলটাকে একটু ভিন্নভাবে গড়তে চাইছি এবং প্রত্যেকের ওপর চাপও কিছুটা কমাতে চাইছি।’
অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা, দক্ষতা ভারতের বর্তমান দলের অনেকেরই আছে। তবে বাকিদের দলে আসার রাস্তাটাও বন্ধ করে দিচ্ছেন না দ্রাবিড়। তিনি যোগ করলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার দক্ষতা কাদের আছে, তা জানি আমরা। তবে কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দলে জায়গা পাওয়ার জন্য প্রত্যেকেই সমান সুযোগ পাবে।’
বিজ্ঞাপন
দ্রাবিড় জানালেন, জাতীয় দলের বিবেচনায় থাকা খেলোয়াড়রা ছাড়াও অন্য বেশ কিছু ক্রিকেটারকে ১৫-২০ ম্যাচ বাজিয়ে দেখতে চান তিনি। বললেন, ‘বর্তমানে একটা কঠিন পরিস্থিতিতে আছি আমরা। নির্দিষ্ট একটা দল নিয়ে প্রতিটি ম্যাচে খেলতে পারি না আমরা। শুধু ১৫ জন ক্রিকেটারের গণ্ডিতে বেধে ফেলতে চাই না দলটাকে। প্রত্যেক ক্রিকেটারকে সমানভাবে সুযোগ করে দিতে চাই। বিশ্বকাপের আগে সবাইকে অন্তত ১০-১৫ বা ২০টি ম্যাচ করে খেলার সুযোগ দিতে চাই।’
এনইউ/এটি