আফিফ-মিরাজের ফিফটি, আশা দেখছে বাংলাদেশ
পাওয়ারপ্লেতে রীতিমতো খাদের কিনারেই চলে গিয়েছিল বাংলাদেশ। সেই থেকে লড়াই শুরু আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজের। এরপর থেকে দারুণ দৃঢ়তায় ব্যাট করছেন দুজনে। পেয়ে গেছেন ফিফটি, তাদের জুটিও পেরিয়ে গেছে ১০০ রানের মাইলফলক।
শুরুতে ফজলহক ফারুকির তোপে পড়ে বাংলাদেশ পাঁচ ওভারেই হারিয়ে ফেলে চার উইকেট। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগে সাকিব আল হাসানও ফিরলেন মুজিব উর রহমানকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে। এরপর পাওয়ারপ্লে শেষে ফিরলেন মাহমুদউল্লাহও। তখন শুরু আফিফ-মিরাজের লড়াইয়ের।
বিজ্ঞাপন
দ্রুত উইকেট হারালেও আস্কিং রেটটা চারের আশেপাশেই ছিল বাংলাদেশের। আফিফ মিরাজ সেদিকে চোখ রাখলেন। উইকেট ধরে রাখার গুরুদায়িত্বটাও সামলেছেন দারুণভাবে। ফলে আস্কিং রেটটা এখনো আছে বেশ নাগালেই।
দুজনে পেয়ে গেছেন ফিফটির দেখা। তাদের জুটি ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে শতরানের চৌকাঠ। একটু পর বাংলাদেশও ছুঁয়ে ফেলেছে দেড়শ' রানের মাইলফলক।
বিজ্ঞাপন
এনইউ