ভ্যাকসিন নিলেন বাফুফে সভাপতি সালাহউদ্দিন
ভ্যাকসিন নিচ্ছেন বাফুফে সভাপতি/ছবি: ঢাকা পোস্ট
ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে কিংবদন্তি ফুটবলার ও বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সবার আগে ভ্যাকসিন নিলেন। আজ সোমবার দুপর সাড়ে বারোটায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজী সালাহউদ্দিন ভ্যাকসিন নেন। নার্স স্মিতা গাইনী সালাহউদ্দিনকে প্রতিষেধক পুশ করেন। কাজী সালাহউদ্দিনের সঙ্গে তার স্ত্রী ইমা সালাহউদ্দিনও ভ্যাকসিন নিয়েছেন।
কাজী সালাহউদ্দিনের মতো ব্যক্তিত্ব ভ্যাকসিন নেবেন এজন্য সকাল থেকেই মুগদা হাসপাতালে ছিল একটু ভিন্ন আমেজ। ডাক্তার, নার্সরা বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন বিশিষ্ট এই ক্রীড়াবিদের জন্য।
বিজ্ঞাপন
ভ্যাকসিন নেয়ার কাজী সালাহউদ্দিন বলেন, ‘ভ্যাকসিন নেয়ার সাথে সাথেই আপনাদের সামনে আসলাম। ভালো ও সুস্থ আছি। ভ্যাকসিন বাংলাদেশে আসার পরপরই সিদ্ধান্ত নিয়েছি গ্রহণ করার।’
কাজী সালাহউদ্দিন নভেম্বরের তৃতীয় সপ্তাহে করোনা পজিটিভ হয়েছিলেন। করোনা পজিটিভ থেকে সেরে উঠার পর সাধারণত ছয় মাস অ্যান্টিবডি থাকে। ছয় মাস অতিক্রম হওয়ার আগেই ভ্যাকসিন নিলেন তিনি। এতে সমস্যা নেই, জানাচ্ছেন মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদুল কবির।
বিজ্ঞাপন
বিজ্ঞান সম্মতভাবে পজিটিভ থেকে নেগেটিভ হলে এন্টিবডি থাকে। তবে ২-৩ মাসের মধ্যে ভ্যাকসিন দেয়া যায়। তবে যে কেউ চাইলে ভ্যাকসিন দিতেই পারে।
ডা. আহমেদুল কবির, অধ্যক্ষ, মুগদা মেডিক্যাল কলেজ
কাজী সালাহউদ্দিন বাফুফের চার বারের নির্বাচিত সভাপতি। ১৯৭২ থেকে ৮৪ সাল পর্যন্ত ঢাকা আবাহনীতে খেলেছেন। তার সময়ে তিনি ছিলেন অন্যতম সেরা ফুটবলার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা ফুটবলের হয়ে খেলেছেন। ক্রীড়াঙ্গনে তার অবদানের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন এই ব্যক্তিত্ব।
এজেড/এনইউ