এবারের মৌসুমটি বসুন্ধরা কিংসের জন্য খুবই দুর্বিষহ। দুই টুর্নামেন্টের একটিতে রানারআপ, আরেকটিতে অংশ নেয়নি। চলমান লিগে দ্বিতীয় স্থানে। এর সঙ্গে যোগ হয়েছে ইনজুরি সমস্যা। 

ইনজুরির তালিকায় সর্বশেষ সংযোজন ডিফেন্ডার তারিক কাজী। গত পরশু দিন অনুশীলনে তিনি ইনজুরিতে পড়েন। বসুন্ধরা কিংসের ট্যাকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপু বলেন, ‘তারিক গোড়ালিতে ব্যথা পেয়েছেন। চিকিৎসক দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে।’ দুই সপ্তাহ বিশ্রামে থাকার পর অনুশীলনে ফিরে ম্যাচে স্বাভাবিক ফর্মে ফেরাটা বেশ কষ্টসাধ্য।

বসুন্ধরা কিংস ইনজুরির জন্য তাদের সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান জোনাথনকে হারিয়েছে। কমলাপুর টার্ফে খেলে ভারত থেকে অস্ত্রোপচার করিয়ে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য রয়েছেন। মিডফিল্ডে নেই জোনাথন, ডিফেন্সে নেই তপু। এর সঙ্গে এখন যোগ হচ্ছে তারিকের অনুপস্থিতি। এত সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন অস্কার সেটাই দেখার বিষয়।

এজেড/এটি