বসুন্ধরার জয়ে আবারও আলোচনায় ‘পেনাল্টি’
দুই সপ্তাহ আগে শেখ রাসেলের পেনাল্টি নিয়ে সোচ্চার ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সপ্তাহ ঘুরতেই আজ সেই অবস্থানে শেখ রাসেল। ৮২ মিনিটে শেখ রাসেলের বিপক্ষে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। সেই পেনাল্টি নিয়ে যথেষ্ট প্রতিবাদ করেছেন শেখ রাসেলের ফুটবলাররা। সেই পেনাল্টি থেকে গোল করে কিংসকে ১-০ ব্যবধানে জিতিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো।
এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আবার আবাহনী টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রাসেল। অন্য দিকে ঢাকা আবাহনী ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আগামীকাল সিলেটে চট্টগ্রাম আবাহনীকে হারালে রাউন্ড শেষে শীর্ষ স্থান অবশ্য আবাহনীরই থাকবে।
বিজ্ঞাপন
৪ মিনিটে ডান প্রান্ত থেকে রাসেলের থিয়াগো আমারালের দূরপাল্লার শট সরাসরি গ্লাভসবন্দি করেন কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ৮ মিনিটে পোস্টের বাইরে থেকে ইয়াসিন আরাফাতের দূরপাল্লার শট ফিরিয়ে দেন রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ১৩ মিনিটে ডান প্রান্ত থেকে রাসেলের ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল পোস্ট লক্ষ্য করে শট নেন। তবে তিনি জিকোকে বড় কোন পরীক্ষাতেই ফেলতে পারেননি। ১৭ মিনিটে দু’জনকে কাটিয়ে রাসেলের বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো। তবে কোন গোলের সুযোগ সৃষ্টি করতে পারেননি।
২৩ মিনিটে দুই ডিফেন্ডারের চাপের মুখে বলটা সোহেল রানার উদ্দেশ্যে ছেড়ে দেন রবিনহো। কিন্তু পোস্ট লক্ষ্য করে শট নিয়েও জালে পাঠাতে ব্যর্থ হন সোহেল রানা। ৩১ মিনিটে সোহেল রানার কর্নার বক্সে ক্লিয়ার করেন অভিজ্ঞ ডিফেন্ডার নাসিরুদ্দিন চৌধুরী। ৪৫ মিনিটে ডান প্রান্ত থেকে সোহেল রানার আরও একটি কর্নার ক্লিয়ার হয় রাসেলের বক্সে। ৪৬ মিনিটে বক্সের সামান্য সামনে থেকে রবিনহোর ফ্রি কিক বক্সে পেয়ে হেড নেন এলিটা কিংসলে। কিন্তু এবারও হতাশ হতে হয়েছে বসুন্ধরাকে।
বিজ্ঞাপন
৫৭ মিনিটে রাসেলের ডিফেন্ডার রহমত মিয়ার লং থ্রো বক্সে হেডে বলের গতিপথ বদলে দেন কিংস ডিফেন্ডার কেষ্ট কুমার বোস। সব শেষে ঘুষি দিয়ে বল দূরে পাঠান জিকো। ৬৩ মিনিটে নিশ্চিত গোল হজমের হাত থেকে বেঁচে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। রবিনহোর পাসে বক্সে বল পেয়েছিলেন মতিন মিয়া। ডিফেন্ডারদের চাপের মুখে শটটা ঠিকভাবে নিতে পারেননি এই ফরোয়ার্ড।
এরপর আসে ম্যাচের আলোচিত সেই মুহূর্ত। ৮১ মিনিটে রাসেলের বক্সে দ্রুতগতিতে বল নিয়ে ঢুকেন রবিনহো। তাকে ফাউল করেন রাসেলের ডিফেন্ডার নাসির। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করেন রাসেলের ফুটবলাররা। তবে রেফারি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো স্পটকিক থেকে কিংসের হয়ে জয়সূচক গোল করেন।
এজেড/এনইউ/এটি