ভ্যাকসিন নেয়ার আহ্বান সালাহউদ্দিন ও বিবি রাসেলের
৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশব্যাপী করোনা ভাইরাসের ভ্যাকসিন টিকাদান কর্মসূচি। আনুষ্ঠানিক শুরুর দ্বিতীয় দিনে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের দুই জন বিশিষ্ট ব্যক্তি প্রায় একই সঙ্গে ভ্যাকসিন দিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তী কাজী সালাহউদ্দিন ও বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল দুপুর সাড়ে বারোটায় ভ্যাকসিন নিয়েছেন।
দুই জনই ভ্যাকসিন নেয়ার কিছুক্ষণ পরেই মিডিয়ার সামনে এসেছেন। দেশের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন, ‘ভ্যাকসিন নিয়ে অনেকে শঙ্কার মধ্যে রয়েছে ও কিছুটা গুজবও রটাচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, সকলের সুস্থতার জন্য ভ্যাকসিন নেয়া প্রয়োজন।’
বিজ্ঞাপন
বিবি রাসেল মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আহমেদুল কবিরকে অনুরোধ করেন, ‘আপনারা প্লিজ সবাইকে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করবেন। আমি গ্রামীণ সমাজে কাজ করি। তাতীরা সবাই ভ্যাকসিন নিতে চায়।’
বিবি রাসেল ও কাজী সালাহউদ্দিন দুই অঙ্গনের ব্যক্তিত্ব হলেও একে অন্যের পরিচিত ও ঘনিষ্ঠ। সালাহউদ্দিনও বিবি রাসেলের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘আমাদের নাগরিকদের মধ্যে যারা আগ্রহী রয়েছে। তাদের দ্রুত ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা আপনারা করবেন সেই প্রত্যাশা রইল’।
বিজ্ঞাপন
নিজে ভ্যাকসিন দেয়ার পর ফুটবলাঙ্গনে ভ্যাকসিন দেবার পরিকল্পনা রয়েছেন সালাহউদ্দিনের, ‘আমি নিজে দিয়েছি, আমার স্ত্রীও দিয়েছে। ছেলে এসেছিল সে পরে দেবে। আমরা ইতোমধ্যে ফেডারেশন থেকে সরকারের সাথে যোগাযোগ করেছি। সরকারের কাছে আমরা কয়েক হাজার ভ্যাকসিন চেয়েছি। ভ্যাকসিন বরাদ্দ হয়ে গেলে আমরা ফুটবলসংশ্লিষ্ট আগ্রহীদের দেয়ার ব্যবস্থা করব।’
আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সালাহউদ্দিন ও বিবি রাসেল। তাদের পরবর্তী ডোজ দেয়া হবে ৯ মার্চ।
এজেড/এনইউ