ঘরোয়া ফুটবলে এখন আলোচনায় রেফারিং ও ডিসিপ্লিনারি সিদ্ধান্ত। রেফারিং নিয়ে মন্তব্য করে কোড অফ কন্ডাক্ট ভাঙছেন অনেকে। সেই আইন ভঙের জন্য বাফুফের ডিসিপ্লিনারি কমিটি নানা ধরনের পদক্ষেপ ও শাস্তি দিচ্ছে।

ডিসিপ্লিনারি কমিটি আইনের মধ্যে থেকে আইন প্রয়োগ করছে। বাফুফের ওয়েবসাইটে ইংরেজি ‘ডিসিপ্লিনারি’ শব্দের বানান ভুল। যে কমিটি ফুটবলের আইনশৃঙ্খলা ঠিক রাখে সেই কমিটির ইংরেজি বানান ভুল!

ইংরেজি শব্দের বানান অনেক সময় আমেরিকান ও ব্রিটিশ ভেদে দু’একটা বর্ণভেদ থাকে। স্বীকৃত ইংরেজিতে ডিসিপ্লিনারি বানান হচ্ছে `DISCIPLINARY'। ডিসিপ্লিনারি বানান আমেরিকা ও ব্রিটিশ ক্ষেত্রে একই। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে ডিসিপ্লিনারি বানান লেখা হয়েছে  'DECIPLINARY'। এমন কোনো শব্দ ইংরেজিতেই নেই।

আধুনিক বিশ্বে যেকোনো সংস্থার দর্পণ সেই সংস্থার ওয়েবসাইট। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে এমন একটি ভুল খুবই অগ্রহণযোগ্য। বিশেষ করে এমন কমিটির নামই ভুল যা স্বয়ং ডিসিপ্লিন নিয়েই কাজ করে।

বাফুফের নির্বাহী কমিটি ছাড়াও অনেক পেশাদার এক্সিকিউটিভ রয়েছেন তাদের কারো চোখেই হয়তো বিষয়টি পড়েনি। পেশাদার সাধারণ সম্পাদকের অধীনে অনেক এক্সিকিউটিভ রয়েছেন যারা বিভিন্ন পেশাদার কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করেন। তারা এই বিষয়টি খেয়াল করেননি।

ওয়েবসাইট ছাড়া বাফুফের অফিসিয়াল সামাজিক পেজ নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের অভিযোগের শেষ নেই। অনেক পোস্টে মন্তব্যের সুযোগ থাকে না। বিশেষ করে যে সমস্ত পোস্টে সমালোচনামূলক মন্তব্য আসতে পারে সেসব পোস্টে কমেন্টস সেকশন অফ থাকে অধিকাংশ সময়।

এজেড/ওএফ