এএফসির মিডিয়া পার্টনার বাংলাদেশের টি স্পোর্টস
ছবি: সংগৃহীত
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন মিডিয়া পার্টনার হয়েছে বাংলাদেশের একমাত্র ক্রীড়া ভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এএফসির সাথে টি স্পোর্টসের চুক্তি চার বছরের। এই চুক্তির আওতায় টি স্পোর্টস এশিয়ার ফুটবলের জাতীয় দল ও ক্লাব ভিত্তিক প্রায় সকল প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করতে পারবে। বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলের বৈশ্বিক কোনো ক্রীড়া সংস্থার সাথে এ রকম চুক্তি প্রথমবারের মতো হলো।
আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই ছাড়াও ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট এএফসি কাপ, এএফসি চ্যাম্পিয়নস লিগ সম্প্রচার করবে টি স্পোর্টস। এএফসি'র মিডিয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের একটি টিভি চ্যানেলের সাথে আনুষ্ঠানিক চুক্তি করে তারা সন্তুষ্ট। এশিয়ার ফুটবলের প্রসারে টি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
চার বছরে কত টাকার বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে, সেটি প্রকাশ করেনি কোনও পক্ষই। টি স্পোর্টসের একটি সূত্র জানিয়েছে, টি স্পোর্টস দেশীয় খেলার পাশাপাশি আন্তর্জাতিক খেলা সম্প্রচারে আগ্রহী। এর পদক্ষেপ হিসেবে এই চুক্তি।
এর আগে ২০২০ সালে টি স্পোর্টস চ্যানেলের আত্মপ্রকাশ ঘটে। টি স্পোর্টস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ সরাসরি সম্প্রচারের ৩ বছরের চুক্তি করেছে। চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সম্প্রচার করছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগও নিয়মিত দেখাচ্ছে টি স্পোর্টস।
বিজ্ঞাপন
এজেড/টিআইএস