রুশ মালিক আব্রামোভিচ জানালেন, বিক্রি করে দেবেন চেলসি
বিক্রি হয়ে যাচ্ছে চেলসি, ফিসফাস শোনা যাচ্ছিল আগে থেকেই। এবার দলটির রুশ মালিক রোমান আব্রামোভিচ নিজেই নিশ্চিত করলেন বিষয়টি।
রাশিয়ার ইউক্রেনে হামলার পর থেকেই যুক্তরাজ্যে রোমানকে ইঙ্গিত করে প্রশ্ন উঠছিল একজন রুশের কাছে কী করে মালিকানা থাকতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের। সংসদে এক সদস্য তো আব্রামোভিচের 'ক্ষতিকর কর্মকাণ্ডের' ফিরিস্তিও তুলে ধরেছিলেন।
বিজ্ঞাপন
এমন চাপের মুখে আব্রামোভিচ নতি স্বীকার করেছিলেন আগেই৷ ক্লাবের 'দায়িত্ব' ছেড়েছিলেন চেলসির দাতব্য সংস্থার তত্বাবধায়কদের কাছে। এবার জানালেন, ক্লাবকে বেচে দিয়ে সব সম্পর্ক চুকিয়ে ফেলতে চাইছেন তিনি।
আব্রামোভিচ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন বিষয়টি। সেখানে তিনি বলেন, 'আমি আগেই জানিয়েছিলাম, ক্লাবের স্বার্থ সামনে রেখেই সব সিদ্ধান্ত নিয়েছি। সে কারণেই বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমি ক্লাবটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, এটাই এখন ক্লাবের জন্য, ভক্তদের জন্য, এখানকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য, ক্লাবের পৃষ্ঠপোষক ও অংশীদারদের জন্য কল্যাণ বয়ে আনবে৷ '
বিজ্ঞাপন
গুঞ্জন ছিল, তার দেশ রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্য সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে ইংল্যান্ডের মাটিতে৷ এখানেই শেষ নয়, সে দেশে তার সব ধরনের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে। সেটা হয়ে গেলে তার চেলসিও আওতায় পড়ত সেই 'সম্পদের'। যার ফলে ক্লাব বিক্রি করার সব পথ রূদ্ধ হয়ে যেত। সে কারণে তার আগেই ক্লাব বিক্রির ঘোষণাটা দিলেন আব্রামোভিচ।
কারণটাও জানালেন তিনি। বললেন, 'এই ক্লাবটা কখনো আমার জন্য ব্যবসার জায়গা ছিল না, এটা সবসময়ই আমার জন্য খেলাটার প্রতি ও ক্লাবের প্রতি আবেগের একটা জায়গা ছিল।'
এনইউ/এটি