কিংসের জয়ের দিনে চট্টগ্রাম আবাহনীর ড্র
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সোমবার বসুন্ধরা কিংস নিজেদের ঘরের মাঠ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৩-০ গোলের ব্যবধানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী দুর্বল উত্তর বারিধারার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে।
টানা সাত ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে অবস্থান কিংসের। মুক্তিযোদ্ধার এটি টানা চতুর্থ হার। ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে মুক্তিযোদ্ধা। অন্য দিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে চট্টগ্রাম আবাহনী। উত্তর বারিধারা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে।
বিজ্ঞাপন
কুমিল্লায় কিংসের ম্যাচ মানে কয়েক হাজার দর্শক। কুমিল্লার সমর্থকরা আজ তিনটি গোল দেখেছেন। ১০ মিনিটের মাথায় ব্রাজিলের রবিনহোর গোল এগিয়ে দেয় কিংসকে। রবিনহোর পাস থেকেই ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা। ৭৫ মিনিটে অস্কারের কাছ থেকে বল পেয়ে গোল করেন তৌহিদুল আলম সবুজ। ৬২ মিনিটে বদলি ফুটবলার হিসেবে নেমেছিলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
অন্য দিকে ঢাকায় চট্টগ্রাম আবাহনী উত্তর বারিধারার জয় বঞ্চিত করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ৪০ মিনিটে ব্রাজিলের নিক্সনের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৫৬ মিনিটে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা ও ৭৪ মিনিটে মিডফিল্ডার আরিফ হোসেন গোল করলে ২-১ ব্যবধানে লিড নেয় উত্তর বারিধারা।
বিজ্ঞাপন
কিংসের মতো চট্টগ্রাম আবাহনীও বদলি ফুটবলারের মাধ্যমে গোল পায়। ৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মিডফিল্ডার কাওসার আলী রাব্বি ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে স্কোরলাইন ২-২ করেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করেন রাব্বি। এবার লিগে রাব্বির গোলে বারিধারার প্রথম জয়ের জন্য অপেক্ষা আরো বাড়ে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার তিনটি ম্যাচ রয়েছে। তিন ম্যাচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ধানমন্ডি ডার্বি। ঢাকা আবাহনী মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। শেখ জামাল কিংসের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। টানা ছয় জয়ে শিরোপার দৌড়ে তারাও কিংসের পিছে ছুঁটছে।
এজেড/টিআইএস