রোনালদোর চেয়ে মেসির ভুগতে থাকা বেশি বিস্ময়কর
এক যুগেরও বেশি সময় দুজন মিলে রাজত্ব করেছেন বিশ্ব ফুটবলে। একে-অন্যের সঙ্গে লড়াই করেছেন, ছাড়িয়ে গেছেন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনেই এখন ক্যারিয়ারের সায়াহ্নে। চলতি মৌসুমে দুজনেই ভুগছেন আলাদা দুই লেগে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদো ও প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে অনেকটাই নিষ্প্রভ মেসি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ে গেছে তাদের দল। এই দুজনের মধ্যে মেসির ভোগাটাই বেশি বিস্মিত করছে ফ্রান্সের সাবেক ফুটবলার ও ফুটবল পরিচালক নিকোলাস আনেলকাকে।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘তারা তাদের ক্যারিয়ার তৈরি করে ফেলেছে। আর আমার মনে হয় দুজনেই সন্তুষ্ট গত ১৫ বছর ধরে যা কিছু অর্জন করেছে তাতে। আমি মেসিকে নিয়ে বেশি বিস্মিত হয়েছি রোনালদোর চেয়ে।’
‘আমি ভেবেছি মেসি ফ্রেঞ্চ লিগে দাপিয়ে বেড়াবে। আর রোনালদো প্রিমিয়ার লিগে একটু বেশি ভুগবে। কারণ প্রিমিয়ার লিগ আমার কাছে কঠিন লিগ মাঠ ও মাঠের বাইরের বিবেচনায়।’
বিজ্ঞাপন
মেসির চেয়ে অবশ্য তুলনামূলকভাবে উজ্জ্বল রোনালদো। ২৪টি প্রিমিয়ার লিগ ম্যাচে ১২ গোল তার। অন্যদিকে লিগে কেবল দুবারই জালের দেখা পেয়েছেন মেসি। সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে দুয়োও শুনতে হয়েছে তাকে। পিএসজির সাবেক ফুটবলার আনলেকা বলছেন, এমন পতন স্বাভাবিক তার কাছে।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় কোনো খেলোয়াড় আছে তাদের মতো ফুটবল বিশ্বে আধিপত্য দেখাতে পারবে। তারা সবার উপরে ছিল ১৫ বছর ধরে, তাদের নামতে দেখাটা যুক্তিযুক্তই। এটা স্বাভাবিক।’
এমএইচ